দক্ষিণের মাটিতে বলিউডের রমরমা! রণবীরের আগমনে আহ্লাদী দক্ষিণী অনুরাগীরা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদনের অন্যতম দুনিয়া, বলিউড বেশ কিছুদিন যাবত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার অন্যতম কারণ হল জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। বিগত কয়েক মাস আগে এই বলিউড তারকার সঙ্গে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। যাকে কেন্দ্র করে দর্শক তথা সমগ্র নেট দুনিয়ার বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে সেই সমস্তকে পিছনে রেখে এই বলি তারকা দর্শকদের মনে আরও এক উৎসাহের জন্ম দিতে চলেছেন। যার নাম হল, বলিউডের আসন্ন জনপ্রিয় তথা বহুল আলোচিত সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Brahmastra)।

বিশেষজ্ঞদের মতানুসারে, এই সিনেমাটি চলতি বছরের সবচেয়ে বহুল আলোচিত সিনেমা। এই সিনেমা পরিচালনা করেছেন বলিউড পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukherjee)। আর এতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)-কে। ইতিমধ্যেই এই সিনেমার এক ঝলক নেট দুনিয়াতে প্রকাশ করা হয়েছে। যা দেখার পর রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমিরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সিনেমাকে কেন্দ্র করে প্রচার শুরু করেছেন রনবীর এবং পরিচালক অয়ন মুখার্জি।

4c42

সম্প্রতি এই সিনেমার অভিনেতা এবং পরিচালক সহ একটি টিম দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমে পৌছে গিয়েছিলেন প্রচারের জন্য। তাদের সঙ্গে ছিলেন, দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। এইদিন দুই বলি তারকা সমেত রাজামৌলি বিশাখাপত্তনম বিমান বন্দরের তিন নম্বর ফটক থেকে বেরিয়ে আসেন। তাদের বেরিয়ে আসা মাত্রই অনুরাগীদের মধ্যে এক ভীষণ রকমের উৎসাহ চোখে পড়ে। এমনকি এই জনপ্রিয় তারকাদের পুষ্প বৃষ্টির মাধ্যমেও সম্মানিত করা হয়। তবে অনুরাগীরা কতটা উৎসাহ ছিল তা দেখা গিয়েছে, কিন্তু এই বলি তারকাদের মধ্যেও উৎসাহের কমতি ছিল না তা এইদিন বোঝা গিয়েছে।


কিন্তু অনুরাগীদের উচ্ছাস শুধুমাত্র বিমান বন্দরের ফটক পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এইদিন এই তারকাদের গোটা যাত্রা পথে অনুরাগীদের উচ্ছাস চোখে পড়েছে। তাদের যাত্রা পথে রাস্তার দুদিক থেকে বিভিন্ন রকমের ফুলের তোড়া ও পুষ্প বৃষ্টি করেছেন অনুরাগীরা। অনেকেই আবার তাদের প্রিয় তারকার সঙ্গে হাত মেলানোর জন্যও এগিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে যার সচিত্র প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও অনুরাগীদের এই উচ্ছাস এবং অভ্যর্থনা দেখে কড়জোড়ে ধন্যবাদ জানিয়েছেন বলি তারকা। সমালোচকদের মতে, যদি এই বলিউড সিনেমা ’ব্রক্ষ্মাস্ত্র’ (Brahmastra) মুক্তি পাওয়ার আগেই দর্শকদের মনে এত উৎসাহ দেখা যায়। তবে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে কতটা শোরগোল ফেলতে চলেছে এই সিনেমা? সম্ভবত চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ব্রক্ষ্মাস্ত্র।




Leave a Reply

Back to top button