স্বাধীনতা দিবস পরিবারের সঙ্গে কাটাবেন? বাড়ি বসে দেখে ফেলুন সেরা পাঁচ দেশাত্মবোধক ছবি

দেশপ্রেমের ভাব মিশ্রিত পাঁচ বলিউড ছবি দেখে নিন পরিবারের সঙ্গে

পূর্বাশা, হুগলী: দুশো বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি। ভারতের আকাশে উড়ল তেরঙ্গা পতাকা। ১৫ অগাস্ট স্বাধীনতা সংগ্রামের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন স্কুল, কলেজের পাশাপাশি বাড়িতেও পতাকা উত্তোলন করেন অনেকে। ভারতমাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হন দেশবাসী। স্বাধীনতা দিবস-এর দিন ছুটি থাকায় এক এক রকম ভাবে দিনটি কাটাতে চান জনগণ। কেউ বেড়িয়ে আসেন তো কেউ ঘরেই পরিবারের সঙ্গে থাকেন। এই স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা কিংবা দুপুরে দেখে ফেলতে পারেন যে কোনো একটি দেশাত্মবোধক ছবি। আজকের প্রতিবেদনে দেওয়া হল তার তালিকা।

১) চক দে ইন্ডিয়া (Chak De! India): স্বাধীনতা দিবসের জন্য একটি আদর্শ ছবি ‘চক দে ইন্ডিয়া’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ খান। ভারতীয় হকি টিমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি অত্যন্ত জনপ্রিয়। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন ছবিটি।

২) উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক (Uri: The Surgical Strike): ২০১৬ সালে হওয়া সার্জিক্যাল স্ট্রাইকের দৃশ্যপট তুলে ধরে এই ছবি। ভারতীয় সেনা ছাউনিতে জঙ্গিদের আক্রমণের প্রতিবাদে ভারতের আক্রমণ তুলে ধরে সার্জিক্যাল স্ট্রাইক। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমা স্বাধীনতা দিবসের জন্য আদর্শ।

Independence Day,Bollywood,Bollywood Movie,Patriotic Movie List

৩) রং দে বসন্তি (Rang De Basanti): আমির খান, সোহা আলি খান, শরমন যোশী, কুনাল কাপুর, আর মাধবন অভিনীত ‘রং দে বসন্তি’ বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি। ১৫ অগাস্টের দিন বাড়ি বসেই দেখতে পারেন ছবিটি। পেয়ে যাবেন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

৪) রাজি (Raazi): বলি অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত এই ছবি জোরদার সাড়া ফেলে দর্শক মহলে। দেশরক্ষার তাগিদে একটি মেয়ের জীবন বাজী রাখার গল্প শোনায় ছবিটি। অ্যামাজন প্রাইম ভিডিয়ো থেকে ঘরে বসে দেখে নিতে পারেন ‘রাজি’।

Independence Day,Bollywood,Bollywood Movie,Patriotic Movie List

৫) শেরশাহ (Shershaah): কিছুদিন আগেই মুক্তি পাওয়া ‘শেরশাহ’ ছবিটি বলিউডের হিট তালিকায় রয়েছে। কার্গিল অ্যাটাকের কাহিনী ও নির্মম পরিণতি ফুটে উঠেছে ছবিতে। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হিট জুটি সিদ্ধার্থ মালহোত্রা১৫ ও কিয়ারা আডবানি। অনলাইনে ডাউনলোড করে দেখে নিতে পারেন ছবিটি।




Leave a Reply

Back to top button