শাহরুখ খানের ‘জওয়ানকে’ হারিয়ে দিল ‘ফুকরে ৩’! আয়ের দৌড়ে কত কোটিতে দাঁড়িয়ে ‘জওয়ান’?

'ফুকরে ৩'-এর কাছে পিছিয়ে পড়ল শাহরুখ খানের 'জওয়ান'!

পূর্বাশা, হুগলি: মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। ইতিমধ্যেই কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই একের পর এক পজিটিভ রেসপন্স আসছে দর্শক তরফে। তবে কি আয়ের দৌড়ে সবাইকে হারিয়ে দিল শাহরুখ? প্রশ্নের আলোকেই মিলল উত্তর। জওয়ানকে আয়ের দৌড়ে হারিয়ে দিল বলিউডের আরেক চর্চিত ফিল্ম। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফুকরে ৩’।

Bollywood,Movie,Hit movie,Jawan,Fukrey3

সেপ্টেম্বরের শুরুতে গত ৭ তারিখ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি ‘জওয়ান। আর ২৮ সেপ্টেম্বর
বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল ‘ফুকরে ৩’। প্রথম থেকেই বক্স অফিসে দেদার ছুটছে অ্যাটলি কুমার
পরিচালিত ছবি জওয়ান। হিন্দি, তামিল, তেলেগু মিলে রবিবার পর্যন্ত এ ছবির আয় ছিল ৬০০ কোটি। আর সোমবার নাগাদ ছবির আয় পৌছলো ৬১১ কোটিতে। যা মোটেই মন্দ আয় নয় বলেই মনে করছেন সিনেমহল।

Bollywood,Movie,Hit movie,Jawan,Fukrey3

অন্যদিকে মুক্তির পর থেকে এখনও পর্যন্ত পাঁচ দিনে ‘ফুকরে ৩’-এর আয় ৫৪.৯৮ কোটি টাকা। সোমবার ২৬ তম দিনে জওয়ানের আয় ছিল মোট ৬.৮০ কোটি। আর সোমবার ‘ফুকরে ৩’-এর আয় পৌছলো ১১.৫০ কোটিতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আয়ের বিচারে কে করলো বাজিমাত। তবে কি অ্যাকশন ফেলে কমেডিতে মন মজলো দর্শকের? উত্তর মিলবে শিগগিরই।




Leave a Reply

Back to top button