প্রকাশ্যে বাস্তবের ‘গাঙ্গুবাঈ’,ছেলের হাত ধরেই প্রকাশ আশি দশকের আরেক গাঙ্গুর ছবি

‘গাঙ্গু’ ( Gangubai Kathiawadi ) এক অসীম সাহসের নাম । পঞ্চাশের দশকে মুম্বাই শহরে গাঙ্গু লড়েছিল এক অসীম সাহসের লড়াই । এই লড়াই ছিল নিষিদ্ধ যৌনপল্লীর ( Gangubai Kathiawadi ) গণিকাদের নিয়ে। তাদের স্বপ্ন পূরণের লড়াই , তাদের অধিকার রক্ষার লড়াই। তিনি লড়েছিলেন কামাঠিপুরার যৌনকর্মীদের সম্মানের দাবিতে । ছেলেবেলায় স্বপ্ন দেখতেন সিনেমার নায়িকা হবেন । সেই টানেই প্রেমিকের সাথে শহরে এসেছিলেন । কিন্তু সিনেমার নায়িকা আর হওয়া হল না । নায়িকা হয়েছেন তবে কামাঠিপুরার । আর এই নায়িকার কাহিনীই ফুটিয়ে তুলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ( Sanjay Leela Bhansali ) তার ‘গাঙ্গুবাঈ’ ( Gangubai Kathiawadi ) সিনেমায় । গঙ্গুর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন আলিয়া ভাট ( Alia Bhatt ) ।

আরও পড়ুন…………পুতিন হিংসার কবলে ক্রীড়াভূম, রণাঙ্গনে বলিদান ইউক্রেনীয় ফুটবলার ও অ্যাথলিটের

গাঙ্গুরা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কত হাজার গাঙ্গু  ( Gangubai Kathiawadi ) বিলীন হয়ে যায় সমাজের নিচু তলায় । এরকমই এক গাঙ্গুবাইয়ের ছবি সদ্য প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় । নাম রেখাবাঈ। মুম্বাইয়ে আশি দশকে তিনি কামাঠিপুরার যৌনকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। তার ছেলে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে মায়ের ফটো দিয়ে ক্যাপশনে উল্লেখ করেন,”ডানদিকে ইনিই আমার মা রেখাবাঈ।একদম একই লাগছে । পরনে সাদা শাড়ি,কপালে লাল বিন্দি,হাতে চুড়ি ও কোমরে আঁচল গোঁজা। ৮০দশকের কামাঠিপুরার যৌনকর্মী ছিলেন তিনি । দীর্ঘদিন পর ভাগ্য আবার তাদের এক করে দিয়েছে”। এছাড়াও প্রাক্তন এই যৌনকর্মীর ছেলে আরও লেখেন ‘তার মা এখনো হাসপাতালে শয্যাশায়ী। বার্ধক্যজনিত শরীর খারাপের চিকিৎসাধীন রয়েছেন তিনি । মাকে অবগত করা হয়নি আমি গাঙ্গুবাঈ দেখেছি। তবে তার সাথে একত্রে দেখার আলাদাই অভিজ্ঞতা হবে’।

আরও পড়ুন………..ভারতীয় পড়ুয়াদের দুরাবস্থা উস্কে দিচ্ছে বিশ্বযুদ্ধের স্মৃতি! তাহলে পুতিনই কী নবযুগের হিটলার

বাস্তবের গঙ্গু একজন সংগ্রামী। ‘গাঙ্গুবাঈ’ ( Gangubai Kathiawadi ) ছবিতে সঞ্জয় লীলা দেখিয়েছেন বেশ্যাবৃত্তির আইনি স্বীকৃতির লড়াই । তবে বাস্তবে এই স্বীকৃতি কতটা সত্যতা লাভ করেছে কতটা কাজ করছে তা নিয়ে প্রবল ধোঁয়াশা রয়েছে। এই স্বীকৃতি আদায়ের জন্য যৌনকর্মীদের লড়াই জারি থাকবে।




Leave a Reply

Back to top button