কামাথিপুরার শেরণী আলিয়া , এ যেন এক নয়া অবতার

প্রিয়া ধর , কলকাতা: ছবির নামঃ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ( Gangubai Kathiawadi )
পরিচালকঃ সঞ্জয় লীলা বনশালি
অভিনয়েঃ আলিয়া ভাট ( Alia Bhatt ) , অজয় দেবগন , বিজয় রাজ , শান্তনু মহেশ্বরী , হুমা কুরেশি
রেতিংঃ 4.5/5

গল্পঃ এই গল্প এক নারীকে নিয়ে । সমাজের চোখে যে একজন পতিতা । নারী পরিচয়ের পূর্বে তাঁর প্রথম পরিচয় হল সে একজন বেশ্যা । এই মেয়েই হল গাঙ্গুবাঈ । ১৯৬০ সালে মুম্বাইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ । এখান থেকেই যাত্রা শুরু তাঁর । কিভাবে গুজরাতের এক সামান্য মেয়ে হয়ে উঠল কামাথিপুরার ম্যাডামজি এই হল গল্পের মূল কাহিনী । মুম্বাইয়ের শেরণী নামে পরিচিত ছিল গাঙ্গুবাঈ । তাঁর নামে শহর কাঁপত । মুম্বাইয়ের কুখ্যাত রেডলাইট অঞ্চল কামাথিপুরার ডন হয়ে ওঠে গাঙ্গুবাঈ । কিভাবে তিনি হয়ে ওঠেন যৌনপল্লীর ম্যাডামজি সেই গল্পঈ রুপোলী পর্দায় ( Gangubai Kathiawadi ) নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি । ছবিতে আলিয়ার চরিত্র হল একজন মাফিয়া কুইন । যে তাঁর যৌনপেশার অস্তিত্ব রক্ষার দাবিতে লড়াই করে ।

আরও পড়ুন……Ukraine: ‘বাবা কবে দেখা হবে…’ যুদ্ধে যাওয়ার আগে বাবাকে আর্জি মেয়ের

অভিনয়ঃ অভিনয়ের প্রসঙ্গ এলেই প্রথমেই বলতে হবে আলিয়া ভাটের ( Alia Bhatt ) কথা । তাঁর অভিনয় এই সিনেমার মূল ইউএসপি । সিনেমার ( Gangubai Kathiawadi ) প্রতিটি ডায়ালগ ও শরীরী ভাবভঙ্গি যেন আলিয়ার কথা ভেবেই লেখা হয়েছিল এমনটাই বোধ হতে পারে । আলিয়া এক কথায় অনবদ্য । তার চরিত্রের আলোক ছটায় যেন বাকিরা ম্লান হয়ে পড়ছিল । এক বারের জন্য গাঙ্গুর চরিত্রকে ফিকে হতে দেয়নি এই অভিনেত্রী । নিজেকে চেনা ছক থেকে বার করে এনে একেবারে নয়া অবতারে পেশ করছেন । সাথে করিম লালার চরিত্রে অজয় দেবগণকে এককথায় অসাধারণ । আর যদি রাজিয়া বাঈ এর প্রসঙ্গ আসে সেই ক্ষেত্রে কোনও উপমাই যথেষ্ট নয় । আলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত অভিনয় করে সকলকে ছাপিয়ে গিয়েছে বিজয় রাজ ।

কামাথিপুরার শেরণী আলিয়া , এ যেন এক নয়া অবতার

চিত্রনাট্যঃ বলা বাহুল্য যে এই ছবির চিত্রনাট্য ( Gangubai Kathiawadi ) অত্যন্ত শক্ত ভিতে তৈরি । একথা ট্রেলার প্রকাশের পরেই সবার বোধগম্য হয়ে গেছে । সিনেমার প্রতিটা ডায়ালগ যেন সুচিন্তিতভাবে লেখা হয়েছে । সিনেমার প্রতিটি সিন ও সিকুয়েন্স খুব সুন্দরভাবে সাজানো । পারফেক্ট শব্দটির যথার্থ উদাহরণ হল এই সিনেমাটি । মূলত এস হুসেন জাইদির লেখা বই ‘ মাফিয়া কুইনস অফ মুম্বই ‘ থেকেই এই ছবির চিত্রনাট্য নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী ।

আরও পড়ুন……‘হিন্দির বিরুদ্ধে জারি থাকবে লড়াই’, বাংলার জয়গান গাইতে গিয়ে কেন এমন বললেন Anindya Chatterjee

পরিচালনা ও পরিচালকঃ সঞ্জয় লীলা বনশালী এটি কোনও নাম নয় , এ যেন কোনও এক ব্র্যান্ড । সঞ্জয় লীলা বনশালী মানেই বড় বাজেট , বড় প্রোজেক্ট । এবারও তার অন্যাথা হয়নি । দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য তিনি সর্বপ্রকার চেষ্টা করেছেন । কোথাও এক ফোটা জমি ছাড়েননি । সঞ্জয়-আলিয়া ( Alia Bhatt ) জুটি প্রথমবারেই বাজিমাত । তবে সাধারণ একটি মেয়ে থেকে কিভাবে হয়ে উঠল ম্যাডামজি তা দেখতে হলে অবশ্যই দেখতে হবে ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ ( Gangubai Kathiawadi ) ।




Leave a Reply

Back to top button