Gangubai Kathiawadi: মুক্তি পেতেই লক্ষ্মীলাভ বক্স অফিসে , দ্বিতীয় দিনেও ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ এর ঝুলিতে ১৩ কোটি

যেমনটা প্রত্যাশা করা হয়েছিল ঠিক তেমনটাই হল । বলিউডের অন্যতম নামজাদা পরিচালক সঞ্জয় লীলা বনশালির ( Sanjay Leela Bhansali ) বহু প্রতীক্ষিত ছবি ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ যে দর্শকদের নিরাশ করবে না একথা অনেকেই ভবিষ্যৎবানী করেছিল । এই আন্দাজই সত্যি হল । শনিবার ছবি মুক্তির পর পরই ১০.৫ কোটি টাকার লক্ষ্মীলাভ করে ফেলেছে ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ ( Gangubai Kathiawadi ) । এত কম সময়ের মধ্যে এত বড় অঙ্কের লক্ষ্মীলাভ বুঝিয়ে দিচ্ছে দর্শক কতটা উচ্ছাসিত ছিল পর্দায় গঙ্গুকে দেখার জন্য । ছবি নির্মাতাদের থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ছবি ( Gangubai Kathiawadi ) মুক্তির বেশ কম সময়ের মধ্যেই এই ছবির উপার্জন ১০ কোটি ৫০ লক্ষ । দ্বিতীয় দিন ফের ছাপিয়ে গিয়ে ৩০ শতাংশ বেশি আয় করেছে সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত এই ছবি ( Gangubai Kathiawadi ) । দুদিনে মোট ২৩ কোটি কামিয়েছে মুম্বাইয়ের মাফিয়া কুইন ‘ গাঙ্গুবাঈ ‘ ( Gangubai Kathiawadi ) ওরফে ‘ গঙ্গু ‘
আরও পড়ুন ………………“ভোট দিতে গেলে ছেলেকে মারধর করে তারা” পুরভোটের আবহে তৃণমূলের দিকে উঠছে অশান্তির অভিযোগ
এই ছবি যে ভালো ব্যবসা করেছে এ কথা Boxofficeindia.com রিপোর্টেও দাবি করা হয়েছে । এছাড়াও চলচ্চিত্র বিশারদেরাও পূর্ব অনুমান করে বলেছিলেন যে দর্শকদের এত আকাঙ্ক্ষা এই ছবিকে ঘিরে এই ছবিটির বক্স অফিস সাফল্য সুনিশ্চিত । শুধু ছবির কথা বললেই হবে না এই ছবির প্রচারের জন্য আলিয়াও বেছে নিয়েছে অভিনব পন্থা । ছাদখোলা গাড়িতে প্রকাশ্যে রাস্তায় নেমে ‘ গাঙ্গুবাঈ ‘ দেখার জন্য তিনি সকললে আহবান জানান ।
এই ছবির অন্যতম মুখ্য আকর্ষণ হল অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) । তার অদম্য উপস্থিতি , সাবলীল অভিনয় , বাচনভঙ্গি ও শরীরী ভাষা এই ছবির মাত্রাকে উত্তরোত্তর বৃদ্ধি করেছে । আলিয়া ছাড়াও অজয় দেবগণ , বিজয় রাজের চরিত্রগুলো নিয়ে যত বলব কম বলা হবে। এক কথায় সকলে নিজেকে উজাড় করে দিয়েছে ।
আরও পড়ুন …………….Bengal municipal election : তৃনমূল বিরোধী চিত্র তুলে ধরতেই, মার খেতে হল সাংবাদিকদের
‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ -র সাফল্য যে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ( Sanjay Leela Bhansali ) কাছ থেকে প্রত্যাশাকে আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছে একথা না বললেও চলে । ছবির দ্বিতীয় দিনেই এত বড় বাজিমাত দিয়েছে ‘ গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ‘ ( Gangubai Kathiawadi ) , এখন অপেক্ষা এই অংক কতদূর যায় ।