‘থ্রি ইডিয়টস’-এর লন্ড্রিবয় থেকে আজকের সুপারহিরো, ইনিই আজকের রাহুল কুমার

বলিউডের সবথেকে জনপ্রিয় সিনেমাগুলোর নাম উঠলে আপনার মাথায় নিশ্চয় প্রথমেই আসতে পারে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ( 3 Idiots ) সিনেমাটি। একদমই তাই, এটি এমন একটি সিনেমা যা বলিউডে প্রজন্ম পর প্রজন্ম পছন্দের তালিকার শীর্ষে থাকবে। মানুষ সিনেমা দেখে মন ভালো রাখার জন্য, চিন্তা ঝেড়ে মনের আনন্দ বাড়ানোর জন্য। আর এইসব কিছুই পূরণ করতে পারে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ( 3 Idiots ) সিনেমাটি। এই সিনেমাটি একবার দেখলে বার বার দেখতে মন চাইবে। তাই আজও সমানভাবে জনপ্রিয় ও দর্শকদের মনে দাগ কাটে এই সিনেমাটি। এটি প্রথম সিনেমা যা খুব কম সময়ের মধ্যে বক্স অফিসে এনে দিয়েছিল দারুণ সাফল্য। দর্শকরা এই সিনেমাটি দেখলে কখনই বোর হন না। এই সিনেমাটি বহু সম্মাননা ও পুরস্কার পেয়েছে। সিনেমাটি শুধু ভারতেই নয় এই সিনেমাটি দেশের বাইরেও বেশ কদর পেয়েছে। এই সিনেমার প্রতিটি ডায়ালগ ও চরিত্র মানুষের মনে এতটাই দাগ কেটেছিল যে আজও দর্শকরা সিনেমাটি দেখলে শিহরিত হয় ও আবেগঘন হয়ে পড়ে। একটা তরুণ দর্শকদের মুখে মুখে ঘুরত এই ডায়ালগ।
আরও পড়ুন…………কিশমিশ ছবির ট্রেলারেই বাজিমাত, দেব-রুক্মীনি মিষ্টি প্রেমের দুষ্টুমি
এই সিনেমার মুখ্য আকর্ষণগুলো ছিল আমির খান ( Amir Khan ), মাধবন ( R.Madhaban ), শারমন যোশি ( Sharman Joshi )। শুধু এরাই নয় আরও অনেক চরিত্র ছিল যাদের প্রতিটি বাচনভঙ্গিই ছিল দেখার মত। আপনাদেরকে মনে আছে কলেজের সেই ছোট্ট মিলিমিটারের কথা? মুখ্য চরিত্রে না থাকলেও সিনেমায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ক্ষুদে অভিনেতা। সিনেমায় সে ‘লন্ড্রি বয়’ এর চরিত্রে কাজ করেছিল। দর্শকদের জানতে ইচ্ছে করে কে এই অভিনেতা। সিনেমায় তার চরিত্র খুব একটা দীর্ঘ ছিল না। তবে যে টুকু চরিত্র ও ডায়ালগ করেছিল তা দর্শকদের মনে দাগ কেটেছিল। এই অভিনেতাকে অনেকেই চেনেন না। আজকে জানব এই অভিনেতার আসল পরিচয়। মিলিমিটারের এই চরিত্রে অভিনয় করেছে অভিনেতা রাহুল কুমার ( Rahul Kumar )। ‘থ্রি ইডিয়টস’ ( 3 Idiots ) সিনেমার হাত ধরেই তিনি লাইম লাইটে আসেন। তবে এটি তার প্রথম সিনেমা নয়। এর আগেও তিনি বহু ছবিতে শিশুশিল্পীর ভূমিকা পালক করেছে।
আরও পড়ুন………নিজের বিয়ে নিয়ে আবেগঘন রুবিনা! ভালো মানুষে পরিণত করেছে অভিনবের ভালোবাসা
জানা গেছে যে তিন বছর বয়স থেকেই এই ক্ষুদে অভিনেতা হিসেবে হাতেখড়ি পায়। পরবর্তীতে রাজ কুমার হিরানির ছবির মাধ্যমেই তার দর্শকদের নজরে আসা। তবে এই অভিনেতাকে দেখলে আর চেনা যাবে না। সেই রোগা লিক লিকে ফিগার আর নেই। এখন জিম করে একেবারে হিরো ফিগার বানিয়েছেন এই অভিনেতা। সেই সঙ্গে একজন ভালো গিটারিস্ট হিসেবেও নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন।