Dadasaheb Phalke IIF Awards 2022 : অনুষ্ঠিত হল ” দাদাসাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২” , রইল তার বিস্তারিত

রবিবার মুম্বাইয়ের তাজ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ( Dadasaheb Phalke IFF Awards 2022 ) । তারকা খচিত এই অনুষ্ঠানের দিকে বরাবরই সবার নজর থাকে। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ ( Asha Parekh ) সহ এই প্রজন্মের রণবীর সিং , কিয়ারা আডবানী , অহন শেট্টি ,সিদ্ধার্থ মালহোত্রার ( Ranbir Singh, Kiara Advani, Ahan Shetty, Siddharth Malhotra ) মত সেলেবরা। রবিবার এই মঞ্চেই পুরনো ও নতুন প্রজন্মের এক নিবির মেলবন্ধন ঘটে গেল । চমক কেবল এখানেই নয় , ” ও সনম ” ( o sanam ) গান গেয়ে মঞ্চ মাতালেন লাকি আলী । নীল শাড়িতে সৌন্দর্যের নতুন সংজ্ঞা নিরুপন করলেন আশা পারেখ । ভারতীয় হিন্দি সিনেমায় ( Indian Hindi Cinema ) তাঁর অসংখ্য অবদানের জন্য ও অভিনয় প্রতিভার জন্য পুরস্কৃত হন এই অভিনেত্রী । নবীন অভিনেতাদের মধ্যেও পুরষ্কার প্রাপকের সংখ্যা কম নয়।
২০২২ দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( Dadasaheb Phalke IIF Awards 2022 ) কারা পেলেন বিজয় স্বীকৃতি রইল তাঁর বিস্তারিত –
” 83 ” সিনেমায় কপিল দেবের ( Kapil Dev ) চরিত্রে অনবদ্য অভিনয় করে পুরষ্কার জিতে নিলেন বলিউডের ক্রেজি বয় রণবীর সিং (Ranbir Singh ) । ” মিমি” সিনেমায় সারোগেসি মায়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিল অভিনেত্রী কৃতি শ্যানন । এই ছবির হাত ধরেই সেরা অভিনেত্রীর পুরষ্কারে ভূষিত হলেন অভিনেত্রী কৃতি শ্যানন ।
এখানেই শেষ নয় , সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরষ্কার জিতে নিয়েছে ” Another Round “। “হাসিন দিল্রুবা” এর জন্য সেরা চিত্রগ্রাহকের মুকুটে ভূষিত হলেন জয়কৃষ্ণ গুমাদি । সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ” শেরশাহ ” । অভিনেতা সতীশ কৌশক ” কাগজ ” ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরষ্কার জিতে নিয়েছেন। অভিনেত্রী লারা দত্ত পেলে সেরা সহ অভিনেত্রীর পুরষ্কার , ” বেলবটম ” সিনেমায় তাঁর অসামান্য অভিনয়ের জন্য । পিপল চয়েজ সেরা অভিনেত্রী রাধিকা মদন । এই ক্যাটাগরিতে সেরা অভিনেতা হলেন অভিমন্যু দাশানি।
“Tadap ” ছবির জন্য সেরা ডেবিউ জিতেছেন অহন শেট্টি । ওয়েভ সিরিজ “The Family Man 2 ” এ অসাধারন অভিনয় দক্ষতা দেখিয়ে সেরা ওয়েভ সিরিজ অভিনেতার পুরষ্কার পেলেন মনোজ বাজপেয়ী ( Manoj Vajpayee )। সেরা পুরুষ সংগীত শিল্পী বিশাল মিশ্র । ক্রিটিক চয়েজ সেরা অভিনেতা ও অভিনেত্রী হলেন সিদ্ধার্থ মালহোত্রার ও কিয়ারা
আডবানী ।
বছর সেরা ছবির পুরষ্কার জিতেছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ” পুষ্পা: দ্য রাইজ ” ( Pushpa: The Rise ) ।