সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! মার্চেই আসছে একঝাঁক হিন্দি ছবি। রইল তার তালিকা

এবছরটা সিনেমাপ্রেমীদের ( movie lovers )জন্য খুবই ভালো যাচ্ছে । বছরের শুরুতেই হল কাঁপিয়ে দিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘গঙ্গুবাঈ’ । সিনেমার ( Hindi new movies ) ব্যপারে আগ্রহ নেই এমন মানুষ খুব কম আছে । কম বেশি সকলেই প্রায়ই সিনেমার প্রতি বেশ আগ্রহী ও ওয়াকিবহাল থাকেন । তথ্যসুত্রে জানা গেছে বিগত বেশ কিছু বছর ধরে সিনেমা হলের প্রতি দর্শকদের চাহিদা বেড়েছে । এছাড়াও লকডাউনের প্রাক্কালে ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমার দেখার নেশা আরও বেড়ে গেছে । বলা বাহুল্য যে সিনেমাপ্রেমীদের জন্য এবছরটা অনেক বেশি আনন্দের । কারণ এবছর অনেকগুলি সিনেমার ( Hindi new movies )মুক্তির তারিখ আসতে চলেছে ।

আরও পড়ুন……………“সিট-এর উপর নেই ভরসা, জেলা জজ ছাড়া দেহ তোলা যাবে না!” বললেন আনিসের বাবা

এবছর বলিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমার ( Hindi new movies ) লিস্ট অনেক দীর্ঘ । মার্চেই মুক্তি পাবে বেশ কয়েকটি ছবি ( Hindi new movies ) । বেশ বড় বাজেটের ছবি ‘Jhund’ -এ দেখা যাবে অমিতাভ বচ্চনকে । এটা বিগ বি ফ্যানদের জন্য বিশাল সুখবর । এছাড়াও দুর্দান্ত গ্রাফিক্সের কাজ নিয়ে মুক্তি পাবে পরিচালক রাধা কৃষ্ণ কুমারের ছবি ‘Radhe Shyam’ । মার্চের ১৮তারিখেই মুক্তি পেতে চলেছে ‘Bachchhan Paandey’ । এই ছবির ট্রেলর ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে । দর্শকমহলে খুবই উত্তেজনা রয়েছে এই ছবিকে কেন্দ্র করে । ছবিতে খিলাড়ি কুমারের দুর্দান্ত অভিনয় ও কমেডি তাক লাগাচ্ছে সবাইকে । এছাড়াও এ ছবিতে দেখা যাবে অভিনেত্রী কৃতি শ্যাননকে ।

এবছরের আরও একটি বহুপ্রতীক্ষিত সিনেমা হল ‘Jalsa’ । মুখ্য চরিত্রে রয়েছে বিদ্যা বালান । সুরেশ ত্রিবেণী পরিচালিত এই সিনেমাকে নিয়ে দর্শকরা বেশ উত্তেজিত । বিদ্যা বালানকে বরাবরই বড় পর্দায় দেখতে ভালবাসেন দর্শক । এছাড়াও তাকে এখানে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে । মার্চের ১৮ তারিখেই ছবিটি মুক্তি পাবে । মার্চেই শেষ হয় । এপ্রিল মাস জুড়েও আসবে একঝাঁক ছবি । এপ্রিলের মূল আকর্ষণ এখন শহীদ কাপুর । মুক্তি পাবে তার অভিনীত ‘Jersey’ । তার অসাধারণ অভিনয় দক্ষতা ইতিমধ্যেই ট্রেলরে সকলেই দেখেছেন । এপ্রিলেই আসছে ‘Heropanti 2’ ।

আরও পড়ুন…………কার হাতে থাকছে হুগলীর ১২টি পুরসভার স্টেয়ারিং, ফিরে দেখা পূর্ববর্তী পুরযুদ্ধ

মোটামুটি হলফ করে বলা যেতে পারে যে বেশ ভালো কাটবে সিনেমাপ্রেমীদের সময় । এপ্রিলের পরেও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে । সকলেই এখন মুক্তিপ্রাপ্ত সিনেমার দিকে তাকিয়ে অপেক্ষারত ।




Leave a Reply

Back to top button