দুর্নীতিতে জড়িয়ে গোবিন্দা! জিজ্ঞাসাবাদের জন্য দল যাচ্ছে মুম্বাইতে

১০০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে গবিন্দার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তিনি নাকি ‘সোলার টেকনো অ্যালায়েন্স’ নামক এক সংস্থার একাধিক দেশে ক্রিপ্টো কারেন্সি বিনিয়োগের নামে প্রতারণা করেছেন।

শুভঙ্কর, মুম্বাই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। একসময় তিনি বেশ দাপিয়ে বেরিয়েছেন বলিউড। কমেডিয়ান বা অন্যান্য বিভিন্ন চরিত্র তাঁকে দেখা গেছে। তাকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে হয়তো পাওয়া যাবে না। এবার তাঁর বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। ১০০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে গবিন্দার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তিনি নাকি ‘সোলার টেকনো অ্যালায়েন্স’ নামক এক সংস্থার একাধিক দেশে ক্রিপ্টো কারেন্সি বিনিয়োগের নামে প্রতারণা করেছেন। এমনকি এই সংস্থার হয়ে তাঁকে প্রচার করতে দেখা গেছে একটি ভিডিওতে। আর এই কারণেই জিজ্ঞাসাবাদ করা হবে গোবিন্দাকে।

এই অভিযোগের জন্য ওড়িশার ইকোনমিক্স অফেন্স উইঙ্গের ইন্সপেক্টর জেনারেল জেএন পঙ্কজ এক সাক্ষাৎকারে জানান, “ আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা দল পাঠাবো মুম্বাইয়ে। যারা গিয়ে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করবেন। এমনকি গোয়াতে অনুষ্ঠিত এই সংস্থার একটি অনুষ্ঠানে গোবিন্দকে দেখা গেছিল সংস্থার হয়ে প্রচার করতে। তাই তাকে এইসব বিষয় নিয়েই জিজ্ঞাসা করা হবে। তবে তিনি সন্দেহভাজনের তালিকায় নেই। আপাতত তাকে শুধুই জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তিনি অন্য কোনও ভাবে যুক্ত না হন তাহলে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারেন।”

Govinda,Bollywood,Odisha scam,1000 corer ponzi scam

জনপ্রিয় অভিনেতার তরফ থেকে এখনও পর্যন্ত এই মামলা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি প্রতিক্রিয়া না দিলেও তার টিম ম্যানেজমেন্ট প্রতিক্রিয়া দিয়েছেন। গোবিন্দার ম্যানেজার সাসি সিনহা বলেন, “এটা একটা গুজব ছড়ানো হচ্ছে। তিনি একটা সংস্থার অনুষ্ঠানে হয়তো বা গিয়েছিলেন আবার সেখান থেকে চলেও আসেন। এর মানে এটা দাঁড়ায় না যে তিনি ওই সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের সাথে যুক্ত আছেন। এই ঘটনার সাথে অভিনেতার কোন যোগসূত্র নেই।” প্রসঙ্গত এই ঘটনার জন্য এখনও পর্যন্ত অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই বছরের শুরুতেই গ্রেফতার করা হয় এই সংস্থার ভারত এবং ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও। ওড়িশা পুলিশ সূত্রে জানা গেছে, ক্রিপ্টো কারেন্সি বিনিয়োগের নামে এই সংস্থা ময়ূরভঞ্জ, ভুবেনশ্বর, ভদ্রক বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে দশ হাজার মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা তোলেন।




Leave a Reply

Back to top button