‘নিজের ডানা কাটুন’, হরনাজ সান্ধুর মন্তব্যে শোরগোল

গতবছর বিদেশের মাটিতে বিশ্বসুন্দরীর খেতাব জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন হরনাজ কৌর সান্ধু। নিজের সৌন্দর্য ও বুদ্ধিমত্তার গুণে জিতে নিয়েছেন লাখো মানুষের মন। অসংখ্য সুন্দরী নারীর মধ্যে নিজের রুপ ও গুনের সংমিশ্রণে নিজেকে করেছেন অদ্বিতীয়া। হরনাজ কেবলমাত্র সুন্দরীই নয়, সেই সাথে তিনি একজন মানবাধিকার কর্মী ও সমাজ সচেতক নাগরিক। বিদেশের মাটিতে খেতাব জেতার পর সম্প্রতি দেশে ফিরেছেন হরনাজ। দেশে ফিরেই দেশবাসীর ভালোবাসা ও শুভেচ্ছায় অভিভূত সদ্য বিশ্বসুন্দরী খেতাব জয়ী হরনাজ কৌর সান্ধু।

দেশের মাটিতে পা রাখার সাথে সাথেই সংবাদ সম্মেলনের মুখোমুখী হয়েছেন এই বিশ্বসুন্দরী। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বহুবার তাকে সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন করা হয়, অনেক সময় দেখা গেছে রাজনৈতিক বিষয় হলে বিশ্বসুন্দরী সে সমস্ত প্রশ্ন এড়িয়ে যান। তবে সম্প্রতি যে কারণে তিনি সংবাদের শীর্ষে রয়েছেন তা হল তাকে এই প্রথম দেখা গেছে মেয়েদের স্বাধীনতার জন্য সরব হতে।
আরও পড়ুন……………আইপিএল নন্দিনি, রহস্যময়ী ললনাকে ঘিরে প্রশ্নের জটাজাল
সাম্প্রতিকতম একটি সংবাদ সম্মেলনে হরনাজকে প্রশ্ন কড়া হয়, মেয়েদের হিজাব পরার ক্ষেত্রে তার কি মন্তব্য। তিনি উত্তরে যা বললেন, ‘কেউ হিজাব পড়বে কি না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যপারে আপনি বা আমি কেউ নই। মেয়দের উড়তে দিন। তাদের ডানা কাটবেন না। যদি ডানা কাটতে হয় তবে নিজের ডানা কাটুন’। বিদেশের মাটিতে খেতাব জেতার পর সম্প্রতি দেশে ফিরেই তিনি সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য পেশ করেন।

প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই কর্ণাটকে হিজাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সমগ্র দেশ। কর্ণাটকের আদালতের থেকে জানানো হয় যে, ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়। আর এই কথাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা ও অশান্তি। বহুদিন এই ঘটনার জেরে সরগরম ছিল সংবাদপত্র। এই ঘটনার জেরে কর্ণাটকের একটি কলেজে এক ছাত্রীকে বজরঙ্গ দলের দ্বারা হেনস্তা হতে হয়। আর এই প্রসঙ্গে হরনাজ জানায়, মেয়েদের জন্য হেনস্তা একটি সাধারণ বিষয়। বিশ্বসুন্দরীর মুকুট জেতার জন্যও তাকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হতে হয়েছে।
আরও পড়ুন…………আবার মাঠে হেলিকপ্টার, বুড়ো হাড়ে ভেল্কিতে ধোনির অর্ধশতরান
অনেকে হিজাব বিতর্ককে কেন্দ্র করে একরাশ বিরক্তি প্রকাশ করেছেন। সাউথ হিরো কমল হাসান তার সামাজিক মাধ্যমে এই বিষয়টির কড়া নিন্দা জানান। এছাড়াও অনেক সম্মানীয় ব্যাক্তিগণ এই বিষয়ে সমালোচনা ও কড়া জবাব দিয়েছেন।