ইন্তেজার কাপতাপ! KK-এর গানে লিরিক্স ভুল করে নেটিজেনদের তোপের মুখে হিরো আলম

রাখী পোদ্দার, কলকাতা : কেকে-র মৃত্যুতে শোকাহত গোটা সঙ্গীত জগত। তিলোত্তমার শহরে নিজের ভক্তদের গান শোনাতে সশরীরে আসলেও, তিলোত্তমা থেকে তাঁকে বিদায় নিতে হয়েছে কফিনে বন্দি হয়ে। নব্বইয়ের দশক থেকে শুরু করে এ পর্যন্ত একাধিক অসাধারণ গান উপহার দিয়েছেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাত (Krishnakumar Kunnath)। ৩১শে মে কেকে-র মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতার নজরুল মঞ্চ। অভিযোগ উঠছে, নজরুল মঞ্চের ব্যবস্থা, অতিরিক্ত ভিড় আর এসি ঠিক করে কাজ না করার কারণেই মৃত্যু হয়েছে কেকের। আজ কেকে-র মৃত্যুর পর পুনরায় খুলল নজরুল মঞ্চের গেট। সেই মঞ্চেই শুক্রবার শো করলেন অনুপম রায় ( Anupam Roy)। মঞ্চে কেকে-র গান ‘পল’ গেয়ে প্রয়াত গায়ককে সম্মান জানিয়েছিলেন অনুপম।

তবে শুধু অনুপমই নয় ভারতের এই জনপ্রিয় প্রয়াত শিল্পীকে স্মরণ করে তাঁরই গান গাইলেন ওপার বাংলার হিরো আলম (Hero Alom)। বাংলাদেশের হিরো আলমকে আলাদা করে চিনে নেবার প্রয়োজন হয় না আমাদের। আসল নাম আশরাফুল আলম হলেও সকলের কাছে তিনি হিরো আলম ( Hero Alam) নামেই পরিচিত। ফেসবুক থেকে ইউটিউব সর্বত্রই বিচরণ রয়েছে তাঁর। ছবির পরিচালনা থেকে শুরু করে গান গাওয়া এমনকি সিনেমায় অভিনয় করা সবকিছুই করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যদিও তাতে প্রশংসার বদলে কটাক্ষের শিকার এমনকি হাসির পাত্রে পরিণত হতে হয় তাঁকে।

 

picsart 22 06 06 19 35 23 197
KK

এবারও কেকে-র গাওয়া ‘কাইটস’ ( Kites) সিনেমার জনপ্রিয় গান ‘জিন্দেগী দো পাল কী’ ( Zindegi Do Pal Ki) গেয়ে ফের কটাক্ষের মুখে হিরো আলম। তাঁর গানে না আছে সুর, না আছে কোনো তাল, না রয়েছে উচ্চারণের কোনো ধরন। অথচ এসব কিছুর তোয়াক্কা না করেই প্রতিবারের মতো তিনি আত্মবিশ্বাসের সাথে গেয়ে গিয়েছেন প্রয়াত গায়কের গান। যা শুনে রীতিমতো ক্ষিপ্ত নেটিজেনরা। এমনকি নেটিজেনদের একাংশের মতে আজ ভাগ্যিস কেকে আর বেঁচে নেই, নয়তো এই গান শুনে……।

 

এছাড়াও সম্প্রতি রবীন্দ্র সঙ্গীত গেয়েও সে গানের বারোটা বাজিয়েছিলেন তিনি ( Hero Alam)। সেই ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সর্বত্র। ভিডিও এর শুরুতেই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘আমারও পরাণ যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’ গাইছেন তিনি। এরপর ‘আমি শুনেছি সে দিন তুমি’ গানটিও গেয়ে শুনিয়েছেন তিনি। আর সেই গান শুনেই এক্কেবারে ক্ষেপে উঠেছেন নেটিজেনরা। নেটিজেনদের মতে যে গানই তিনি গান, সেই গানেরই ১২ টা বাজিয়ে ছাড়েন তিনি।




Leave a Reply

Back to top button