শাহরুখ নয়, DDLJ-এর পরিচালকের প্রথম পছন্দ ছিল এই হলিউড অভিনেতা! দেখে নিন ছবি

মন্টি শীল, কলকাতা : বলিউড সিনেমা, এই শদ্বটার সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষের হৃদয়, আবেগ, ভালোবাসা। বিনোদনের এই বিশেষ উপাদানকে কেন্দ্র করে জুড়ে রয়েছে না জানি কত সিনেমা প্রেমিদের মন। দর্শক মহলে এই বলিউডের সিনেমাকে ঘিরে উৎসাহের কমতি নেই। প্রায় প্রতিনিয়তই নিত্য নতুন সিনেমা বড় পর্দায় মুক্তি পাচ্ছে। আর দর্শকদের মধ্যে সেই সিনেমা চাক্ষুষ করার উৎসাহ দেখা যাচ্ছে। তবে নতুন সিনেমা নিয়ে উৎসাহ থাকবে সে তো জানা বিষয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলিউডের এমন সিনেমাও রয়েছে যা মুক্তি পাওয়ার কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরেও দর্শক তথা সমগ্র সিনেমা প্রেমিদের মধ্যে উৎসাহের ছিটেফোঁটা কম হয়নি।
এমনই একটি বলিউড সিনেমা হল “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” (Diwale Dulhaniya Le Jayenge)। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রযোজক সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ (Yash raj films) এর ব্যানারে ১৯৯৫ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এই সিনেমার মূখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী কাজল-কে। DDLJ মুক্তি পাওয়ার পর ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক হিসেবে পরিচিতি গড়ে তুলেছে। তবে শুধুমাত্র সিনেমা নয়, DDLJ-এর সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কাছে এটি বিরাট বড় প্রাপ্তি। তবে DDLJ শুধুমাত্র এক মাইল ফলক নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি একটি দীর্ঘতম সিনেমা হিসেবে বিবেচিত।
কিন্তু, এই সিনেমা সংক্রান্ত কিছু লুকোনো ইতিহাস রয়েছে যা আজ পর্যন্ত অনেকেরই অজানা। কি সেই ইতিহাস, শোনা যায়, এই সিনেমার মূখ্য চরিত্র অর্থাৎ ‘রাজ’-এর হিসেবে শাহরুখ নয়, একজন হলিউড তারকাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক। কিন্তু কেন এই ভাবনা, জানা গিয়েছে, সিনেমা কতৃপক্ষের ইচ্ছা অনুযায়ী ভারত এবং আমেরিকার যৌথ প্রোডাকশনে এই সিনেমা তৈরি হোক। আর সেই অনুযায়ী এই সিনেমার চরিত্রকেও নির্মাণ করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সমস্ত কিছু ভেস্তে যায়।
হলিউড তারকা শেষ মুহূর্তে এসে এই চরিত্রটি করতে অস্বীকার করে দেন। জানা গিয়েছে, সিনেমার পরিচালক ‘রাজ’ এর চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন টম ক্রুজ (Tom cruise), লিওনার্ডো ডিক্যাপ্রিও (Leonard DiCapriao), ব্রাড পিট দের। শোনা গিয়েছিল, হলিউড তারকারা তাদের ন্যায্য পারিশ্রমিক না মেলার দরুন এই সিনেমা করতে অস্বীকার করেন। এরপর সিনেমার গল্পে কিছু ছোট ছোট বিষয়ে পরিবর্তন আনা হয়। অনেক অভিনেতাদের মধ্যে গল্পের ‘রাজ’ কে খোঁজার মধ্যে দিয়ে শেষমেশ শাহরুখ নির্বাচিত হন। সমালোচকদের মতে, হলিউড তারকা থাকলে এই সিনেমা কতটা জনপ্রিয়তা পেত জানা নেই, তবে রাজ-এর চরিত্রে শাহরুখ দর্শকদের মন জয় করতে পেরেছে তা বলতে কোন সংকোচ নেই।