‘পাপ ধুতে’, বারাণসীতে গঙ্গা আরতি করলেন সানি লিওনি..

বারাণসীর ঘাটে গঙ্গারতি করলেন সানি লিওনি (Sunny Leone)। কপাল জুড়ে চন্দন। গলায় গাঁদা ফুলের মালা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও।

Sunny Leone in Varanasi: একাধিক রিপোর্ট অনুসারে, সানি লিওন তার ‘থার্ড পার্টি’ (THIRD PARTY) গানের প্রচারের জন্য বারাণসীতে (Varanasi) উড়ে গেছেন। তাকে দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমায়। পূজার (Pujo) আচার পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে। উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছেন অভিনেত্রী সানি লিওন। অভিনেতা বৃহস্পতিবার বারাণসীতে গঙ্গা আরতি (Ganga Arti) করেছিলেন এবং এর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দেখুন সানির গঙ্গা আরতির (Sunny Leone Ganga Arti) ছবি-
Sunny Leone,Ganga Aarti,Varanasi,video,actor Abhishek Singh,সানি লিওন,গঙ্গা আরতি,বারাণসী,ভিডিয়ো,অভিনেতা অভিষেক সিং,Bangla News,Latest Bangla News,News in Bangla,Bengali News,Latest Bengali News,News in Bengali,সানি লিওনি,Music video promotion,Sunny Leone attends Ganga Aarti,Sunny Leone in Varanasi,Sunny Leone shares a glimpse,Abhishek Singh,Third Party,Sunny Leone Video,বারাণসীতে সানি লিওন,bollywood actress,hot actressসেদিন গোলাপি সালোয়ার পরেছিলেন সানি। তার গলায় গাদা ফুলের মালা । প্রচুর মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঠাকুরমাশইয়ের গঙ্গা আরতি পুজোর সময় হাতজোড় করে দাঁড়িয়ে অভিনেত্রী। সঙ্গে ছিলেন অভিনেতা অভিষেক সিংও (Abhishek Singh)। মিউজিক ভিডিওর প্রমোশনে বারাণসী গিয়েছেন সানি লিওনি। সেখানে গিয়ে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন তিনি।
Sunny Leone,Ganga Aarti,Varanasi,video,actor Abhishek Singh,সানি লিওন,গঙ্গা আরতি,বারাণসী,ভিডিয়ো,অভিনেতা অভিষেক সিং,Bangla News,Latest Bangla News,News in Bangla,Bengali News,Latest Bengali News,News in Bengali,সানি লিওনি,Music video promotion,Sunny Leone attends Ganga Aarti,Sunny Leone in Varanasi,Sunny Leone shares a glimpse,Abhishek Singh,Third Party,Sunny Leone Video,বারাণসীতে সানি লিওন,bollywood actress,hot actressতারা তাদের ‘থার্ড পার্টি’ গানের প্রচার করতে বারাণসীতে উড়ে গেছে বলে জানা গেছে। সানিকে দেখতে ভিড় জমান বহু মানুষ। অভিনেতাকে পূজার আচার পালন করতে দেখা গেছে। অনুরাগ কাশ্য়পের (Anurag Kashyap) ‘কেনেডি’ (Kennedy) কান ফিল্ম ফেস্টিভ্যালে (Film Festival) প্রশংসা জিতেছে। এই ছবিতে নারী চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। এই কাজে, সানি, গ্ল্যামার কুইন, সম্পূর্ণ অজানা অবতারে বন্দী। এই ছবির প্রিমিয়ার স্ক্রিনিংয়ে সানির অভিনয়ে মুগ্ধ হয়েছেন চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন আচরণ করবেন তা কেউ কল্পনাও করতে পারেনি।
Sunny Leone,Ganga Aarti,Varanasi,video,actor Abhishek Singh,সানি লিওন,গঙ্গা আরতি,বারাণসী,ভিডিয়ো,অভিনেতা অভিষেক সিং,Bangla News,Latest Bangla News,News in Bangla,Bengali News,Latest Bengali News,News in Bengali,সানি লিওনি,Music video promotion,Sunny Leone attends Ganga Aarti,Sunny Leone in Varanasi,Sunny Leone shares a glimpse,Abhishek Singh,Third Party,Sunny Leone Video,বারাণসীতে সানি লিওন,bollywood actress,hot actressপরিচালক মহেশ ভাট “জিসম 2” (Jism 2) -এর মাধ্যমে নজর কেড়েছিলেন এবং বলিউডে (Bollywood) প্রবেশ করেন। একের পর এক ছবি করেও অশ্লীলতার হাত থেকে রেহাই পেতে পারেননি সানির শরীর। এমনকি যখন তার ছবি মুক্তি পায়, তখনও তিনি একজন পর্ন তারকা হিসেবে তেমন একজন অভিনেত্রী ছিলেন না। এই ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিলেন সানি।

সংবাদমাধ্যমকে সানি বলেন, “সবাই আমাকে পর্ণ স্টার হিসেবে চেনেন। আমি আমার শরীর থেকে এই ফলকটি সরানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু আমি পারিনি। কিন্তু কেনেডির সাথে দেখা করার পর, কেউ আমাকে আর একজন পর্ন তারকা বলে ডাকেনি। আমার প্রেক্ষাপটের ভিত্তিতে এই ছবিতে আমি সুযোগ পেয়েছি তা কেউ বলতে পারবে না। আমি একজন পর্ন তারকা… না!”




Leave a Reply

Back to top button