শ্বেতা তিওয়ারি থেকে কপিল শর্মা,কার সংগ্রহে রয়েছে কত বিলাসবহুল গাড়ি,দেখে নিই একনজরে

বিলাসবহুল গাড়ির ( luxury cars ) স্বপ্ন কে না দেখে! আর এটা যদি হয় সেলেব্রিটিদের ক্ষেত্রে তাহলে তো আরও বেশি প্রযোজ্য। টেলিভিশন জগতের বহু তারকার গাড়ির শখ । আর এই শখ কম বেশি সকলেই প্রায়ই পূরণ করে থাকেন। সেলিব্রিটিদের মধ্যে গাড়ি নিয়ে অনেক ফ্যান্টাসি থাকে। বহু তারকাদেরই দেখা যায় বিলাসবহুল গাড়ি চড়ে বেড়াতে। অনেকেই নতুন নতুন মডেলের গাড়ি নিজের সংগ্রহে রাখেন। সঞ্চিত টাকার অর্ধেক ব্যয় করেন গাড়ির পেছনে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন সেলেবের রয়েছে কোন মডেলের গাড়ি ( luxury cars )।

আরও পড়ুন………‘বল অফ দ্য সেঞ্চুরি’ ওয়ার্নের ‘শেন’ ডকুমেন্টারিতে ফাঁস স্পিন ম্যাজিক

শ্বেতা তিওয়ারি

টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত এই অভিনেত্রীকে হিন্দি সিরিয়ালপ্রেমিরা অনেকেই চিনি। বিগ বসেও এসেছিলেন তিনি । ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন দুটো কারণেই বরাবর শিরনামের শীর্ষে থাকেন তিনি । শুধু মাত্র এই দুটো কারণেই নয়,তার বিলাসবহুল জীবনযাত্রার কারনেও তিনি নেটিজেনদের সমলোচনার বিষয়। তার সংগ্রহে রয়েছে বিলাসবহুল গাড়ি বিএমডব্লিউ 7। জানা গেছে আনুমানিক ২ কোটি ৪৬ লক্ষ টাকা দিয়ে তিনি এই গাড়িটি কেনেন। বিটাউনের গুঞ্জনে শোনা যায় বহু বিলাসবহুল দ্রব্য এই অভিনেত্রীর সংগ্রহে রয়েছে।

কপিল শর্মা

বলিউডের কপিল শর্মাকে চেনে না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। নান রকম বিতর্কে নাম জড়িয়ে তিনি শিরোনামে থাকলেও তিনি তার ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাত্রার জন্যও সমানভাবে চর্চিত। তুখোড় এই বাচিক শিল্পীর পারিশ্রমিক নিয়েও ইন্ডাস্ট্রিতে ব্যাপক গুঞ্জন ও কানাঘুষো শোনা যায়। তার বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি মাঝে মাঝেই ভাইরাল হয়ে পড়ে। তার গ্যারেজে শোভা পায় ভলভো এক্স ৩০,রেঞ্জ রোভারের মত আরও অনেক বিলাসবহুল ব্যায়সাধ্য গাড়ি। একেকটা গাড়ি দেখলেই চোখ ধাঁধিয়ে যায়।

ভারতী সিং

জীবনের অনেক প্রতিকূল পরিস্থিত থেকে উঠে এসেছেন ভারতী সিং। ইন্ডাস্ট্রিতে কোনও গড ফাদার না থেকেও কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জেরে তিনি আজকে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। এক নামেই যাকে আমরা এখন চিনি। কঠিন লড়াইয়ের পর এখন তিনি উন্নতির শীর্ষে রয়েছেন । তার জীবনযাত্রার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সংগ্রহে রয়েছে বিলাসবহুল বিএমডব্লিউ। যার দাম ১কোটি ৬৭ লক্ষ। এখানেই শেষ নয় তার গ্যারেজ আলোকিত করে রেখছে আরও বেশ কিছু বিলাসবহুল গাড়ি।

শ্বেতা তিওয়ারি থেকে কপিল শর্মা কার সংগ্রহে রয়েছে কত বিলাসবহুল গাড়ি,দেখে নিই একনজরে

আরও পড়ুন….Russia-Ukraine War : চার্নোবিলের থেকেও বেশি ধামাকা করতে পারে ইউক্রেনের পারমানবিক প্লান্ট, জেনে নিন এই প্লান্টের ইতিহাস

রেশমি দেশাই

হিন্দি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ ও তুখোড় অভিনেত্রী রেশমি দেশাই । তিনি তার অভিনয় ও আকর্ষণীয় শরীরী ভাষার জন্য বরাবরই নেটিজেনদের কাছে আলোচনার বিষয়। তবে এছাড়াও তিনি বেশি আলোচিত তার ব্যয়বহুল লাইফস্টাইলের কারণে। তার সংগ্রহশালায় রয়েছে দুটি বিলাসবহুল গাড়ি। একটি বিলাসবহুল বিএমডব্লিউ ।




Leave a Reply

Back to top button