শরীর দিয়েও অভিনেত্রীর জুটল না মোটা অঙ্কের পারিশ্রমিক! aashram 3-এর সব মুনাফা চলল ববি’র পকেটে

মন্টি শীল, কলকাতা : বিনোদন, এই শদ্বটার কথা মনে এলেই দর্শকদের সামনে ভেসে ওঠে বলিউডের (Bollywood) এর নাম। সাধারণত বিনোদনের জন্য দর্শক মহলের প্রথম পছন্দ হিসেবে এই বলিউড। সম্প্রতি এই বলিউড কে কেন্দ্র করে একের পর এক হিট সিনেমা দর্শকদের উদ্দেশ্যে প্রকাশ পেয়েছে। তবে যদি সবচেয়ে বেশি কিছু নজর কেড়ে থাকে তাহলে তার নাম ওয়েব সিরিজ (Web Series)। ইদানিং কালে ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) জুড়ে একাধিক ওয়েব সিরিজ প্রকাশ পেয়েছে।
কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতা জিতেন্দ্র কুমার অভিনিত ‘পঞ্চায়েত টু’। যা দর্শকদের মাঝে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তবে সম্প্রতি এই জনপ্রিয় ওয়েব সিরিজকে টেক্কা দিতে বহুল পরিচিত ওটিটি প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ার (MX Player)-এ মুক্তি পেয়েছে আশ্রম সিজন থ্রি (Aashram Season 3)। বলি অভিনেতা ববি দেওল অভিনিত এই সিনেমা ইতিমধ্যেই জনসমক্ষে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে জানেন কি এই বহুল আলোচিত সিনেমা করতে গিয়ে কত বেতন নিয়েছেন সিনে তারকারা। তবে এক নজরে দেখে নিন,
• ববি দেওল
জনপ্রিয় বলিউড অভিনেতা ববি দেওল এই ওয়েব সিরিজের একটি জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। এখানে এই অভিনেতাকে আশ্রমের নিরালা বাবার চরিত্রে অভিনয় করেছেন। শোনা গিয়েছে, এই বলি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য প্রায় ৪ কোটি টাকার মতো বেতন নিয়েছেন।
• ত্রিধা চৌধুরী
জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী একজন বাঙালি অভিনেত্রী হিসেবে পরিচিত। তিনি অভিনয় জগতে প্রবেশ করেন জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিশর রহস্য’ -এ অভিনয়ের মধ্যে দিয়ে। তবে বাঙালি এই অভিনেত্রী বাংলা এবং হিন্দী বাদে একাধিক ভাষার সিনেমাতেও কাজ করেছেন। জানা গিয়েছে এই বাঙালি অভিনেত্রী আশ্রম সিজন থ্রি -তে অভিনয় করার জন্য প্রায় ১০ লক্ষ টাকা বেতন নিয়েছেন।
• তুষার পান্ডে
জনপ্রিয় অভিনেতা তুষার পান্ডে বলিউড জগতে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এই অভিনেতাকে বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা যেমন ছিছোরে, পিঙ্কি এ বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও এই আশ্রম থ্রি এর দ্বিতীয় ভাগে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, এই অভিনেতা আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করার জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা বেতন হিসেবে নিয়েছেন।
• এষা গুপ্তা
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী তথা মডেল এষা গুপ্তা ২০০৭ সালে মিস ইন্ডিয়ার খেতাব জয় করেছিলেন। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী একাধিক সিনেমাতে অভিনয় করে দর্শকদের মাঝে তার খ্যাতি অর্জন করেছেন। জানা গিয়েছে, বলিউড অভিনেত্রী এই আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করার জন্য প্রায় ২ কোটি টাকা পর্যন্ত অর্থ বেতন হিসেবে নিয়েছেন।
• অদিতি পোহনকার
অভিনেত্রী অদিতি পোহনকার এর পুরো নাম হল অদিতি সুধীর পোহনকার। জনপ্রিয় এই অভিনেত্রীকে লাভ সেক্স অর ধোকা, লাই ভরি সহ একাধিক সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও এর আগে এই অভিনেত্রীকে আশ্রমের দ্বিতীয় ভাগে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে জানা গিয়েছে, এই জনপ্রিয় অভিনেত্রী আশ্রম সিজন থ্রি তে অভিনয় করার জন্য প্রায় ২০ লক্ষ টাকা বেতন হিসেবে নিয়েছেন।