চুপিসারে বার্গার কিংয়ের অ্যাম্বাসেডর হৃত্বিক! ‛বেইমানি করেছে’ বলে অভিযোগ অভিনেতার

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সাধারণত বিনোদনের এই জগতকে কেন্দ্র করে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই। আর বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে এই বলিউড তারকারাও চলে আসছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যাদের মধ্যে এক অন্যতম জনপ্রিয় নাম হল বলিউড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা একটা সময়ে ভীষণ রকম ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, যদিও সেই সমস্ত বিষয় অভিনেতার সম্পূর্ণ রূপে ব্যক্তিগত।

কিন্তু সম্প্রতি যেই ঘটনাটি ঘটল তা জানার পর রীতিমতো চমকে যাবেন আপনিও। কিন্তু কী সেই ঘটনা? জানা গিয়েছে, এক জনপ্রিয় আন্তর্জাতিক ফাস্ট ফুড প্রস্তুত কারক সংস্থা বলিউডের এই জনপ্রিয় অভিনেতার ছবি চুরি করেছেন। যদিও এই তথ্য জানার পর স্বভাবতই প্রশ্ন জাগতে পারে আপনার মনে, যে ছবি আবার চুরি করার জিনিস? তবে এই কার্য বাস্তবায়িত করে দেখিয়েছেন ‘বার্গার কিং’ (Burger King)। যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বলিউডে। এমনকি ওই জনপ্রিয় সংস্থার উপরেও বেজায় ক্ষুদ্ধ অভিনেতা হৃত্বিক রোশন।

15c32

বিস্তারিত ভাবে বলতে গেলে, ১৯৫৩ সালে স্থাপিত এই আন্তর্জাতিক মানের ফাস্ট ফুড প্রস্তুত কারক সংস্থা তাদের প্রডাক্টের বিজ্ঞাপনের জন্য এক জনপ্রিয় মুখের সন্ধান করছিলেন। আর সেই মর্মে তাদের পোস্টারে অভিনেতা হৃত্বিক রোশনের-এর ছবি বসিয়ে দেন ‘বার্গার কিং’। তবে এখানেও একটা ছোট্ট টুইস্ট রয়েছে। সম্প্রতি এই জনপ্রিয় ফাস্ট ফুড প্রস্তুত কারক সংস্থা বার্গার কিং তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি একটি পোস্ট করেন। যাতে দেখা গিয়েছে, বলি অভিনেতা তার মেকআপ সম্পূর্ণ করে মেকআপ ভ্যান থেকে বেরিয়ে আসছেন।

আর ঠিক সেই মুহূর্তে অভিনেতাকে ঘিরে দাঁড়িয়ে পড়েন একাধিক চিত্র সাংবাদিকরা। সেই মুহূর্তে সাক্ষাৎকার চলাকালীন দুজন ব্যক্তি তার পিছনে একটি বার্গার কিং এর বোর্ড নিয়ে দাঁড়িয়ে পড়েন। বলি অভিনেতার কিছু বুঝ ওঠার আগেই কম্পানির পোস্টারে উঠে যায় তার ছবি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়েছে এই কার্যকলাপ। যদিও অভিনেতা একটা সময় সকলকে বিভ্রান্ত করার জন্য নেট দুনিয়াতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও পরে তিনিই দাবি করেন এই বিষয়টি সম্পূর্ণ রূপে নাটকীয়। যদিও এই ঘটনার পর অনেকেই হতভম্ব হয়ে উঠলেও, আসল তথ্য প্রকাশ্যে আসার পর বেশ দারুন রকম ভাবে উপভোগ করছেন নেটিজেন থেকে শুরু করে অভিনেতার সমগ্র অনুরাগী মহল।




Leave a Reply

Back to top button