বাস্তবে ভিলেন ড্যানি ডেনজংপা ,তবে সঙ্গিনী হিসেবে পেয়েছেন নায়িকা স্বরূপ বউ

সিনেমার পর্দায় সর্বদা তাকে আমরা ভিলেন হিসেবেই দেখতে পাই। সুবিশাল আকারের দেহ ও সুঠাম চেহারা থাকার পরেও তিনি কখনও পাননি নায়কের চরিত্র। সর্বদা অবহেলিত হয়েছেন। সর্বদা কাস্টিং কাউচের শিকার হয়েছেন এই অভিনেতা। তবে পর্দায় যতই তিনি ভিলেনের রোল প্লে করুক না কেন দর্শক সর্বদা তাকে ভালোবেসেই গ্রহণ করেছেন। দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি। তিনি আর কেউ নন ড্যানি ডেনজংপা ( Danny Denzampa ) । ভাগ্যের জেরে কখনই তিনি ভালো চরিত্র পাননি । কপালে জুটেছে কেবলমাত্র খলনায়কের চরিত্র । তবুও তিনি খলনায়কের ( Danny Denzampa ) চরিত্রের মধ্যে দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন……Ukraine- Russia War : ‘ইউক্রেনিয়ার শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়ান’, প্রধানমন্ত্রী মোদীকে আর্জি কাশ্মীরি ইউক্রেনিয়ানের

কিন্তু এই খলনায়কের জীবন কিন্তু অনেক সৌভাগ্যের। তিনি পর্দায় যতই উপেক্ষিত হোক না কেন বাস্তবে কিন্তু তিনি অনেক ভাগ্যবান । কারণ পর্দায় সর্বদা তিনি নায়িকাদের দ্বারা উপেক্ষিত হয়েছেন,সকলের কাছে খারাপ বলে উপেক্ষিত হয়েছেন। কিন্তু এই খলনায়কই বাস্তবে জিতে নিয়েছেন সিকিমের রানীকে। ড্যানি ডেনজংপা তাই এক্ষেত্রে অনেক বেশি সৌভাগ্যবান। মন জিতেছেন সিকিমের রানীর। একসময় বলিউডের এই অভিনেতাকে নিয়ে বেশ চর্চা করা হত। নারীঘটিত বিষয়ে বার বার নাম জড়ানোয় বলিউডে তাকে নিয়ে বেশ চর্চা করা হয়।

আরও পড়ুন………বিলাসবহুল জীবনযাপন রাশিয়ার রাজার, দেখলে অবাক হবেন পুতিনের সম্পত্তি

বহু নামজাদা নায়িকাদের সাথে তার সম্পর্কের কথা শোনা যায়। তব কিছুতেই জল ঢেলে দিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়েন গ্যাংটকের মেয়ে গাওয়া। গাওয়া সিকিমের রাজপরিবারের মেয়ে। তবে এই ভিলেন যতই পর্দায় খল নায়কের মত আচরন করুক না কেন,বাস্তবে একেবারে আলাদা। বিবাহ করছেন মায়ের কথা অনুসারে। গাওয়া ছিল ড্যানির মায়ের পছন্দের। তবে তিনি এক্ষেত্রে বাধ্য ছেলের মতই বিয়ে করে নেন । এখন তিনি বেশ সুন্দর সংসার করছেন ।

 




Leave a Reply

Back to top button