মা-কে দূরে ঠেলে বাবার প্রেমিকার সাথে মত্ত আমির কন্যা ইরা!

বি-টাউনের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন আমির খান। প্রায় কয়েক দশক ধরে বলিউড জুড়ে রাজ করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন বহু ভালো ছবি। আর তাই নেটিজেনদের কাছেও বেশ জনপ্রিয় তিনি। আর আমিরের মতই তার কন্যা ইরা খানও অনেক বেশি জনপ্রিয় নেটিজেনদের কাছে। না বাবার মতো অভিনয় জগতে আসেনি ইরা। কিন্তু তা সত্বেও খবরের শিরোনামে মাঝেমধ্যেই দেখা যায় তার নাম। গত সপ্তাহেই নিজের ২৫ বছরের জন্মদিন পালন করেছেন আমির কন্যা। জন্মদিনে সাহসী পোশাকে ইরার ছবি দেখে নেট দুনিয়ায় অশ্লীল কটাক্ষের শিকার হয়েছিলেন ইরা। তবে এসব কটাক্ষকে কোন প্রকার গুরুত্ব না দিয়েই সম্প্রতি আবারও জন্মদিনের কিছু অদেখা ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন আমির কন্যা ( Ira Khan responds troll with new bikini pics ) ।

সম্প্রতি ইরা খান নিজের জন্মদিনের অনেকগুলি ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেদিনের সে সকল ছবিগুলিতে দেখা গিয়েছে হলুদ রঙের বিকিনি পড়ে সুইমিংপুলে রয়েছেন ইরা। বিকিনির ফাঁক দিয়েই স্পষ্ট বোঝা যাচ্ছে তার বক্ষ বিভাজিকা। আর ইরাকে ঘিরে রয়েছেন তার বাবা আমির খান, মা রিনা দত্ত এবং ভাই আজাদ। এই সকল ছবি নেট মাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথেই ইরার প্রতি ধেয়ে আসতে থাকে নোংরা নোংরা মন্তব্য। বাবা মায়ের সামনে ইরাকে বিকিনিতে দেখে মেনে নিতে পারেনি নেটিজেনদের একাংশ। আর এর জন্যই অশ্লীল মন্তব্য করেছিলেন তারা। যদিও ইরা তখন নেটিজেনদের এসব মন্তব্য নিয়ে কোন কথাই বলেননি।

img 20220517 203621

তবে সম্প্রতি আবারও জন্মদিনের কিছু অদেখা ছবি পোস্ট করে নেটিজেনদের করা আগের মন্তব্যগুলির পাল্টা জবাব দিলেন আমির কন্যা ইরা। এই ছবিগুলিতে দেখা গেছে কখনও বন্ধুদের সঙ্গে পুল পার্টিতে মেতে উঠেছেন ইরা, আবার কখনো তার বাবার প্রাক্তন স্ত্রীর সঙ্গেও সুইমিং পুলে দেখা মেলে তার। তার পোস্ট করা ছবিগুলিতে আরও দেখা গেছে নিজের প্রেমিক নুপুর শিখরের সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন ইরা। তবে এই সকল ছবিগুলির মধ্যেই দেখা যায় বলি তারকা ফতিমা সানা শেখকে জড়িয়ে ধরে চুম্বন দিচ্ছেন ইরা। যা দেখে ইতিমধ্যেই শোরগোল পড়েছে নেটপাড়ায়।

 

আমিরের প্রাক্তন স্ত্রী কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফাতিমার সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে বেশ ভালই গুঞ্জন শুরু হয়েছিল নেট মাধ্যম জুড়ে। এমনকি তাদের বিবাহ নিয়েও জল্পনার কমতি ছিল না সোশ্যাল মিডিয়ায়। আর সেই ফাতিমা নাকি উপস্থিত ছিল আমির কন্যার জন্মদিন পার্টিতে। যা দেখে নেটিজেনদের মনে উত্তেজনা আরও বেড়েছে। তবে এ সকল ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের পাল্টা জবাব দেন ইরা। ছবির ক্যাপশনে লেখেন কটাক্ষের ভান্ডার শেষ হয়ে গিয়ে থাকলে আরও কিছু ছবি রইল।

আরও পড়ুন: মুখটা যেন সেদ্ধ ডিমের মতো! স্টার কিডদের নিয়ে করা কঙ্গনার বেফাঁস মন্তব্যে তোলপার নেটপাড়া

প্রসঙ্গত বাকি স্টারকিড দের মত অভিনয় নিয়ে এগোতে চান না ইরা। ভবিষ্যতে অভিনয়ের বদলে ছবি পরিচালনা করতেই বেশি আগ্রহী আমির কন্যা। ইতিমধ্যে জানা গেছে একটি থিয়েটারও নাকি পরিচালনা করেছেন ইরা খান।

আরও পড়ুন: শুধু পল্লবী দে-ই নয়, সিনে-জগতের এমন চার অভিনেত্রী যাদের মৃত্যুর আজও মেলেনি উত্তর




Leave a Reply

Back to top button