আসছে ‘জাঞ্চ পারতাল’ দ্বিতীয় সেশন, ট্রেলারেই মোহে আটকে পড়েছেন দর্শকরা
ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সিনেমা হলের থেকে, ঘরে বসেই বিভিন্ন মুভি ও সিরিজ দেখতে পছন্দ করেন দর্শকরা। এবার 'উল্লু'তে আসতে চলেছে জাঞ্চ পারতালের দ্বিতীয় সেশন।

শুভঙ্কর, কলকাতা: ওটিটি প্লাটফর্মের, বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের এর দাপট অনেকটাই। অনেকদিন হয়েছে ওটিটি ঝড় আছড়ে পড়েছে ভারতে। বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ ও বড় বাজেটের সিনেমাও এখন মুক্তি পায় এই প্লাটফর্মে। ভারতে দেশীয় ও আন্তর্জাতিক মানের অনেক ওটিটি প্লাটফর্ম কাজ করে। তাদের ভিন্ন ধরনের ওয়েব সিরিজও মুক্তি পায়। এই প্লাটফর্মকে ব্যবহার করে সময়মতো সিনেমা বা ওয়েব সিরিজ দেখে নেওয়াটাই দস্তুর হয়ে উঠেছে সবার কাছে। সিনেমা হলে গিয়ে মুভি দেখা কমেছে অনেকটাই। সিনেমা এবং ওয়েব সিরিজের এই মেলাতে ফের নতুন ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছে ‘উল্লু’ ওটিটি প্ল্যাটফর্মের। তবে এটাকে ঠিক নতুন বলা যাবে না। কারণ জাঞ্চ পারতাল ওয়েব সিরিজের প্রথম সিজন আগেই দেখিয়েছে তারা। এইবার দ্বিতীয় সিজনের টেলার প্রকাশ্যে আনল এই ওয়েব প্লাটফর্ম।
উল্লুতে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে ওয়েব সিরিজ রিলিজ করা হয়।এবার জাঞ্চ পারতালের দ্বিতীয় সেশনের ট্রেলার প্রকাশ্যে আসার পরেই চারিদিকে হৈচৈ পড়ে গেছে। অল্প কিছুক্ষণের ভিডিওতে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। ভক্তদের মধ্যে সেই অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে তুমুল আলোচনা চলছে।
ট্রেলারে দেখানো হয়েছে এক যুবতী বই দেওয়ার নাম করে এক যুবকের সঙ্গে লুকিয়ে দেখা করছে। এরপরে গল্প কিছুটা সময় এগিয়ে যায়। যুবতীর বিয়ে হয়ে যায় অন্য একটি যুবকের সঙ্গে। বিয়ের ঠিক পরেই সে গর্ভবতী হয়ে পড়ে। এখন এই গর্ভজাত সন্তানের আসল বাবা কে? তার স্বামী নাকি সবার আড়ালে গোপনে দেখা করা সেই প্রথম যুবকটি? তা জানতে হলে অবশ্য ভক্তদের ওয়েব সিরিজ রিলিজ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কমলা’র চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মুক্তি বোস। নিক্কি নামের একটি চরিত্রে দেখা যাবে সমিতা পালকে। বীরেন্দ্র সিং এবং অনিশ রোশনকেও রয়েছেন এই সিরিজে।