রশ্মিকা থেকে ক্রাশ্মিকা! দক্ষিণী হট বম্বের জন্মদিনে মেতেছে নেটপাড়া

জনপ্রিয় হওয়ার পর থেকে তার বিশেষত একটাই নাম , আর সেটা হল জাতীয় ক্রাস ( National crush )। বুঝতে পারছেন কি কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে এখানে। তিনি আর কেঊ নন দক্ষিণী চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানা। রশ্মিকা অভিনয়ের জগতে পা রাখেন ২০১৬ সালে। তার সিনেমা জগতে অভিনয়ের সূচনা হয় কন্নর ও তেলেগু সিনেমা থেকে। তার অভিনীত প্রথম সিনেমা হল কীরিক পার্টি। তার পর একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন এই বিখ্যাত অভিনেত্রী।
তার অভিনীত কয়েকটা দক্ষিণী সিনেমা হল অজনী পুত্র, ছামাক, পোগারু। রশ্মিকা তেলেগু ভাষার সিনেমাতেও কাজ করেছেন। তার প্রথম তেলেগু সিনেমা হল চালো। এই সিনেমাটির মাধ্যমে এই অভিনেত্রী প্রথম তেলেগু সিনেমাতে পদার্পণ করেন। এর পর তিনি একের পর এক তেলেগু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের । তাদের মধ্যে কয়েকটি তেলেগু সিনেমা হল- গীত গোবিন্দম, দেবদাস, ডিয়ার কমরেড, ভিস্মা।
আরও পড়ুন ….স্বল্প পোশাকে ওয়ার্ক আউট, ত্রিধার হট ও সেক্সি ট্রাকসুট ঘুম কেড়েছে নেটবাসীর
আরও পড়ুন ….২০বছরের তফাৎ! সাইফের প্রেমে পরে তৃতীয় স্ত্রী হবার প্রস্তাব দিয়েছেন এই বলি অভিনেত্রী
জাতীয় ক্রাস রশ্মিকা মান্দানা এছাড়াও তামিল সিনেমাতেও অভিনয় করেছেন। এই অভিনেত্রী প্রথম তামিল ছবিতে পদার্পণ করেন ২০২১ সালে। তার অভিনীত তামিল সিনেমাটির নাম হল সুলতান। তামিল ছবির একজন বিখ্যাত অভিনেতা কার্থীর বিপরীতে দেখা গেছিল অভিনেত্রী রশ্মিকা মান্দানা কে।
আরও পড়ুন …. সামন্তার মতই একেবারে লাস্যময়ী, ‘সামি সামি’ গানে তুমুল নাচলেন রচনা
শুধু এখানেই থেমে থাকেনি রশ্মিকা মান্দানা। দক্ষিন ভারতের এই অভিনেত্রী বলিউডেও নিজের ছাপ রেখেছেন। পরিচালক শান্তনু বাগচির পরিচালিত ছবি মিস্টার মজ্ঞু তে দেখা যাবে এই জাতীয় ক্রাস রশ্মিকা মান্দানাকে। এই ছবিটিতে রশ্মিকার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। তার আরও একটি সিনেমা খুব সম্প্রতি আসতে চলেছে যার নাম গুডবাই। পরিচালক বিকাশ ব্যাহলের পরিচালিত এই সিনেমাটিতে রশ্মিকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে।
আরও পড়ুন …. বলি টু হলি, বিশ্বে সেরার সেরা হ্যান্ডসাম ফিগারের খেতাব বিদ্যুৎ-এর ঝুলিতে
প্রসঙ্গত, বিখ্যাত অভিনেত্রী রশ্মিকা মান্দানা শুধু একজন অভিনেত্রীই নন দেশে জাতীয় ক্রাস ও বটে। অভিনেত্রী রশ্মিকা খুব অল্প সময়ের মধ্যেই সাফল্যের শিখরে পৌছে গেছেন। তার জন্ম ৫ ই এপ্রিল ১৯৯৬ সালে ভিরাজপেটে। তার এই সাফল্যের পথে রয়েছে অসংখ্য অনুরাগীদের ভালোবাসা ও আর্শীবাদ। দক্ষিনের এই অভিনেত্রী রশ্মিকা মান্দানা বর্তমানে বলিউড সিনেমাতেও অভিনয় করতে চলেছেন। মিস্টার মজ্ঞু ও গুডবাই সিনেমা ফের একবার এই অভিনেত্রীকে এক নতুন পর্যায়ে পৌছে দিতে সাহায্য করবে তা শুধু এখন সময়ের অপেক্ষা। তার অভিনীত শেষ সিনেমা পুষ্পা এই সাফল্যের পথেরই সূচনা বলে মনে করা হচ্ছে।