পরে গেলেন কাজল,তারপর কি হলো !
একটুর জন্য দুর্ঘটনার জন্য বেঁচে গেলেন । নয়তো ঘটে যেত আচমকাই কোনো বিপদ।

মুম্বাই : বাঙালির সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপুজো। যেখানে নেই কোনো জাতি ভেদাভেদ। অর্থাৎ কথাতেই আছে ,’ধর্ম হোক যার যার পুজো সবার ‘। তাই এই দুর্গাপুজোর ঢল নামে বহু মানুষের। কোনো প্যান্ডেলে বসে পরিবারের সবার মিলে আড্ডা আবার কোথাও থিমের পুজো দেখার জন্য অজস্র ভিড়। আবার কোথাও পুজোর দিনে সকাল হলেই অঞ্জলী পর্ব,বলি প্রথা আর সবশেষে ভোগ বিতরণ। তবে এখন শুধু বাঙালি নয় বিদেশেও হয়ে থাকে ঘটা করে এই দুর্গাপুজো। রমরমিয়ে কেটে যায় পুজোর এই কটা দিন নাচে গানে আড্ডায়।
তবে শুধু খাস কলকাতাতেই নয়এই দুর্গাপুজোর দেখা মেলে মুম্বাইতে। সেখানে হয়ে থাকে বহু বনেদি বাড়ি থেকে শুরু করে আরও অনেক পুজো। আরে এই পুযোগুলির মধ্যেই অন্যতম বনেদি বাড়ির পুজো যা বহু বছরের পুরনো একটি পুজো । এই পুজতি মূলত হয় থেকে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে। জেকাহেন উপস্থিত হন বহু অভিনেতারা ও সাথে বাড়ির মেয়ে অভিনেত্রী কাজল ও রানী মুখার্জি উভয়ই। তারা এই সময়ে যেখানেই থাকুন না কেন পুজোর সময়তে বাড়ির মেয়ে হয়ে ঠিক এখানে উপস্থিত থাকেন। এখানেও এই পুজোর সাথে যুক্ত থাকেন তানিশা, সর্বাণী এবং পরিচালক অয়ন মুখার্জি। তবে এই সময়ে তারা কোনো সেলিব্রিটি হিসাবে না একেবারে যাকে বলে বাড়ির মেয়ে সেই হিসাবেই দেখা মেলে তাদের । এছাড়াও এই পুজো দেখতে মুম্বাইতে থাকেন এমন বহু বাঙালি আছেন যারা এই পুজোর সাথে যুক্ত থাকেন।
তবে এবার পুজোর সময়তেই ঘটে যাচ্ছিলো মুখার্জি বাড়িতে এক অনর্থ। বাড়ি মেয়ে কাজল যিনি প্রতিকবারের মতো এবারও সেখানে ছিলেন ছেলে নিজেকে নিয়ে । সেদিন ছিল অষ্টমীর সকাল। যেখানে সকলেই ব্যাস্ত ছিলেন পুজোর অঞ্জলী দেবেন বলে। এমন সময় কাজলকে দেখা যায় তিনি বাড়ির কোনো কাজের উপলক্ষে নিজের ফোনটি হাতে কোনো কাজে ব্যাস্ত অবস্থায় নিয়ে মণ্ডপ থেকে আগের দিকে এগোচ্ছিলেন। কিন্তু তিনি হাথে ফোনটি নিয়ে এতটাই ব্যাস্ত ছিলেন যে এগোতে এগোতে কখন সামনের দিকে একেবারে মন্ডপের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন তিনি একেবারেই লক্ষ্য করেন নি।
তখনই তিনি হঠাৎ করে মণ্ডপ থেকে একবারে নিচে। পরে গেলেন। কিন্তু ওইঞ্জে বলে ভাগে যা থাকবে তা কেউ টলাতে পারবে না। কাজল পরে গেলেও মন্দের নিচে দাড়িয়ে ছিলেন আরও বেশ কিছুক্ষন আগের থেকেই। তারা কাজলকে পরে যেতে দেখেই ধরে নেন ।তার দরুন বড়সড় কোনো ক্ষতি তার হয়নি। তবে তিনি হঠাতই পরে গিয়ে ঐভাবে চমকে ওঠেন ।
এরপর তিনি আবারও স্বাভাবিক নিয়মে পুজোর ব্যাস্ততায় থাকে দরুন কারুর সাথে ফোনে কথা বলছিলেন। কিন্তু এর থেকেই সকলের কাছে একটাই অনুরোধ যে নিজে সতর্ক থাকুন ও প্রয়োজনে অজিনে ব্যাবহার করলেও নিজের চোখ কান খোলা রাখুন।