‘বেগম করিনা’ বাদ! বড়পর্দার সীতা হচ্ছেন কঙ্গনাই, ‘জয় শ্রী রাম’ বলে শুরু করলেন প্রস্তুতি

পূরাণের বিভিন্ন চরিত্র বা গল্প নিয়ে টলিউড কিংবা বলিউডে (Bollywood) বহু কাজই জনপ্রিয় হয়েছে। ছোট পর্দাতেও ধারাবাহিকেও ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের কাহিনি। আগেই জানা গিয়েছিল, পরিচালক অলৌকিক দেশাই-এর হাত ধরে রামায়ণের (Ramayana) কাহিনি ফিরছে বলিউডে। প্রথমে এই ছবিতে সীতার (Sita) ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) ।

কিন্তু তিনি চরিত্রটি করার জন্য পারিশ্রমিক চেয়ে বসেন ১২ কোটি টাকা, যা পরিচালকের পক্ষে দেওয়া কার্যত অসম্ভব। সীতা চরিত্রের জন্য এহেন পারিশ্রমিক দাবী করায় করিনার বিরুদ্ধে ছি ছি রব ওঠে দেশজুড়ে৷ কট্টর হিন্দুবাদে বিশ্বাসী একদল নেটিজেন সেই সময় ‘ বয়কট করিনা বেগম’ ডাক দিয়ে কঙ্গনাকে সীতা চরিত্রে কাস্ট করার দাবী জানায়। এমনকি মুসলিম পরিবারের গৃহিণী হয়ে সীতা চরিত্র করার অধিকার করিনার নেই, এমনটাও সাফ জানিয়ে দেন নেটিজেনদের একাংশ।

সীতার চরিত্রে কঙ্গনা রানাউত,kangna ranaut as sita,boycott kareena kapoor khan,ramayana in bollywood,বয়কট করিনা কাপুর,বলিউডে রামায়ণ,বলিউডের খবর,কঙ্গনা রানাউত

এবার নেটিজেনদের সেই প্রস্তাবই সত্যি হতে চলেছে। এদিন খোদ অভিনেত্রী কঙ্গনা রানাউত ইন্সটাগ্রামে সুখবর দিয়ে জানান, মহাকাব্য রামায়ণের পৌরাণিক চরিত্রের উপর ভিত্তি করে তৈরি ছবিতে সীতার চরিত্রে অভিনয় করবেন তিনিই। অলৌকিক দেশাই-র এই ছবির নাম রাখা হয়েছে ‘সীতা’। ছবির গল্প লিখছেন বাহুবলীর চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

সীতার চরিত্রে কঙ্গনা রানাউত,kangna ranaut as sita,boycott kareena kapoor khan,ramayana in bollywood,বয়কট করিনা কাপুর,বলিউডে রামায়ণ,বলিউডের খবর,কঙ্গনা রানাউত

এই ছবির পোস্টার শেয়ার করে অভিনেত্রী লেখেন, “শিল্পীদের এই অসাধারণ প্রতিভাবান দলের সঙ্গে শিরোনামের ভূমিকায় থাকতে পেরে আনন্দিত। সীতা রামের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চলেছি,  জয় শ্রী রাম”।  এদিকে পরিচালক নেটমাধ্যমে লিখেছেন, ‘যা এতদিন মরীচিকার মতো লাগত, তা এখন বাস্তব মনে হচ্ছে। এমন এক ধার্মিক চরিত্রকে আগে কখনও পর্দায় আবিষ্কার করা হয়নি। কঙ্গনা রানাউতকে সীতা হিসেবে পেয়ে আমি খুবই খুশি।’




Back to top button