একের পর এক ফ্লপ শো করেও থামেনি গলাবাজি! বলিউড কুইন নাকি ফ্লপ কুইন, প্রশ্ন নেটিজেনদের

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদনের অন্যতম দুনিয়া, বলিউড বেশ কিছুদিন যাবত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার অন্যতম কারণ হল জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বলিউডের এই অভিনেত্রী তার অভিনয়, ফ্যাশন স্টেটমেন্ট, বিতর্কিত মন্তব্য বা কোনও বিতর্কিত ঘটনার দরুন সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং এর মধ্যে দিয়ে। তার বক্সঅফিসে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হল গ্যাংস্টার। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রী কঙ্গনা রানাউত অনেক সফলতা পেয়েছেন।

তবে ইদানিং কালে এই বলি অভিনেত্রী সেই সফলতার পথ থেকে কিছুটা বিচ্যুত হয়েছেন। যার অন্যতম কারণ হল বিতর্ক। বলিউডের কুইন নামে পরিচিত এই অভিনেত্রী বিনোদন জগতের একাধিক জনপ্রিয় তারকাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের দরুন বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। যার দরুন নেট দুনিয়াতে সমালোচকদের তীব্র কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। কিন্তু তিনি থেমে থাকেননি, কটূক্তির তোয়াক্কা না করে একের পর এক জনপ্রিয় তারকাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যে সরব হয়েছেন কঙ্গনা।

7c33

বর্তমানে যার একটা ছোট্ট প্রভাব পড়ল তার সিনেমার উপর। সম্প্রতি বক্সঅফিসে মুক্তি পেয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউত-এর অভিনিত সিনেমা ধাকড় (Dhaakad)। পরিচালক রাজেস ঘাই পরিচালিত এই সিনেমা গত ২০ শে মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। বহু প্রতীক্ষার পর এই সিনেমা মুক্তি পাওয়ার পর অনেকেই মনে করছিলেন বক্স অফিসে বেশ গভীর প্রভাব বিস্তার করতে চলেছে এই সিনেমা। কিন্তু তা হল এই বছরের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ফ্লপ শো। জানা গিয়েছে, এই সিনেমাটি তৈরির সময় মোট বাজেট ছিল ৯২ কোটি টাকার। কিন্তু মুক্তি পাওয়ার পর অষ্টম দিনে এই সিনেমা আয় করল মোট চার হাজার টাকা।

7c32

যা এখনও পর্যন্ত নজির। এত খারাপ ফলাফলের পর ইতিমধ্যেই একাধিক সিনেমা হলে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। যদিও এই ঘটনার পর সমালোচকরা রীতিমতো উৎসবের মেজাজে মেতে উঠেছেন। সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন নেতিবাচক কমেন্ট করতে থাকেন তারা। যদিও চুপ করে নেই অভিনেত্রীও। সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে কঙ্গনা বলেছেন, এর আগেও তার অভিনিত সিনেমা মণিকর্ণিকা, থালাইভি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে প্রচুর নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখনও নিতে আশাবাদী এই সিনেমাকে নিয়ে। যদিও এই সিনেমার ব্যর্থতা জন্য কে দায়ী তা পরবর্তী সময়ে জানা যাবে, কিন্তু অভিনেত্রীর আগ্রাসন যে এখনো কম হয়নি তা কার্যত পরিষ্কার।




Leave a Reply

Back to top button