শুধু কথায় আছে, কাজে নয়! লম্বাচওড়া কথা বলেও কঙ্গনার কোটি টাকার সিনেমা আয় করল ৪ হাজার টাকা

বলিউডের কুইন হিসেবেই পরিচিত ছিলেন কঙ্গনা রানাওয়াত ( Kangna Ranaut ) । যদিও বিতর্কের রানীও বলা যেতে পারে তাকে। বরাবরই যা তার চোখে কটাক্ষের বিষয় হয়ে ওঠে, তানিয়া কখনও মুখ খুলতে দ্বিধা বোধ করেন না কঙ্গনা। তবে বলিউড নেপোটিজম নিয়ে এত বিতর্কে গিয়েও শেষমেষ লাভের লাভ কিছুই হল না তার। সম্প্রতি মুক্তি পেয়েছিল তার নতুন ছবি ‘ধাকড়’ ( Dhaakad ) । তবে সেই ছবিও জায়গা করে নিতে পারল না বক্স অফিসে। রীতিমত বিপর্যয় বলা যেতে পারে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে যে অনেক প্রেক্ষাগৃহে এই ছবিটি বন্ধ করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে কঙ্গনাকে নিঃসন্দেহে বলিউড কুইন না বলে ফ্লপ কুইনও বলা যেতে পারে।

প্রায় ১০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি হয়েছিল কঙ্গনা রানাওয়াতের ‘ধাকড়’ ছবিটি। ভারতের প্রথম মহিলা স্পাই থ্রিলার ছবি হিসেবেই প্রকাশ হয়েছিল এই ছবি। তবে এত টাকা খরচ করেও দর্শকদের কাছে প্রত্যাক্ষিত হয়েছে এই ছবি। দিন শষে মাত্র ৪৪২০ টাকা সংগ্রহ হয়েছে। কঙ্গনা রানাউত, অর্জুন রামপাল এবং দিব্যা দত্তের দুর্দান্ত কাজ সত্ত্বেও, ছবিটি সবচেয়ে বড় ফ্লপ হয়ে ওঠে। সবসময়ই অন্যান্য তারকাদের এবং তাদের ছবি নিয়ে বিতর্কে জড়ানো কঙ্গনার নিজের ছবিতেই এত বড় বিপর্যয় নামল।

img 20220609 203403

প্রসঙ্গত সবসময়ই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা। যেখানে বিতর্ক নিয়ে কথা হয় সেখানে কঙ্গনার নামই একেবারে শীর্ষে থাকে। তা সে হিজাব বিতর্কই হোক, বলি সাউথ বিতর্ক, কিংবা নেপোটিজম নিয়ে বিতর্ক, সবসময়ই এসব বিতর্ক নিয়ে মুখ খোলেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি হযরত মুহাম্মদ সম্পর্কে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বিবৃতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়, সেই বিতর্কেও নাক গলাতে ছাড়েননি কঙ্গনা রানাওয়াত। এই বিতর্কে নুপুর শর্মার পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা এবং বলেছেন নুপুরের নিজের বক্তব্য রাখার সম্পূর্ণ অধিকার রয়েছে। বলিউড কুইনের এও দাবি ছিল যে এটা ভারত, আফগানিস্তান নয়।

img 20220609 203549

 

ছোটখাটো প্রত্যেকটি বিষয় নিয়ে নাক গলানো শেষমেষ কোন কাজেই দিল না। শেষ পর্যন্ত ফ্লপ হল তার নতুন ছবি। প্রসঙ্গত কঙ্গনা রানাওয়াতের শেষ হিট ছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তনু ওয়েডস মনু রিটার্নস। আর এরপর থেকে অনেক ছবিই মুক্তি পেয়েছে কঙ্গনার। ২০১৫ সালের পর থেকে মোট ৯ টি ছবি মুক্তি পেয়েছে তার। যারমধ্যে মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি ছাড়া বাদবাকি আটটি ছবিই ফ্লপ হয়ে গেছে কঙ্গনার।

 

 




Leave a Reply

Back to top button