দীর্ঘদিন পর বড় পর্দায়,এবার নন্দিতা দাসের পরিচালনায় অভিনয় করবে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা

কপিল শর্মার ( Kapil Sharma ) জনপ্রিয়তা নিয়ে কথা উঠলেই বলা যেতে পারে এমন কেউ নেই যিনি কপিল শর্মার কমেডি শো সম্পর্কে অবগত নয়। সারা ভারতে কপিল শর্মার জনপ্রিয়তা আকাশছোঁয়া। অনাবিল বাচনভঙ্গি থেকে শুরু করে,অনবদ্য হাসানোর টোটকা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব। সনি চ্যানেলে সম্প্রচারিত “দ্যা কপিল শর্মা শো” ( The Kapil Sharma Show )বহু প্রচলিত ও টিআরপি শীর্ষে থাকা একটি প্রোগ্রাম। জনপ্রিয় এই কমেডিয়ানের জন্য যত উপমাই ব্যবহার করিনা কেন তা কম পড়ে যাবে। যেমনই রয়েছে তার কৌতুক বানানোর দক্ষতা তেমনি রয়েছে অভিনয় গুণ। ইতিমধ্যেই তিনি ‘কিস কিসকো প্যার করু’ ও ‘ফিরিঙ্গি’ নামে দুটি সিনেমায় নিজের ( Kapil Sharma ) অভিনয় দক্ষতাকে প্রকাশ্যে এনেছেন। দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়েছে সিনেমা দুটি। এরপর অবশ্য আর কোনও সিনেমায় দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি তিনি তার ভক্তদের জন্য নিলেন সুখবর। আবারও সিনেমায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এবার তাকে দেখা যাবে প্রযোজক,অভিনেতা-পরিচালক নন্দিতা দাসের সিনেমায়।
নিঃসন্দেহে বলা যেতে পারে এটা কপিল ভক্তদের জন্য বিশাল সুখবর। ইতিমধ্যেই তিনি সিনেমায় সাইন করে ফেলেছেন। প্রযোজনার পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন নন্দিতা দাস। পরিচালক নন্দিতা দাসের ( Nandita Das ) ছবি মানেই একটা ধূসর আবছা ব্যাপার থাকে। বাণিজ্যিক ঘরানার থেকে আর্ট ফিল্মের দিকে বেশি কাজ করেন নন্দিতা। দর্শকরা এই ছবিতে কমেডি কিংকে দেখার জন্য খুবই আগ্রহী। নন্দিতা দাসের পরিচালিত নতুন এই সিনেমাটির গল্প একজন ডেলিভারি বয়কে নিয়ে। এখান থেকেই বোঝা যাচ্ছে একেবারে ভিড়ে মিশে থাকা এক মানুষের গল্প শোনাবেন নন্দিতা।
আরও পড়ুন……আন্তর্জাতিক ভুবনে ‘কাঁচা বাদাম’ এবার র্যাপ গানের জন্য
নন্দিতার সাথে কাজ করতে পারায় কপিল নিজেও বেশ উচ্ছ্বসিত। অভিনেতা নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকশ করেন তার মনের বক্তব্য। তিনি জানান নন্দিতার মত একজন সুপরিচিত ও ভাবনাশীল মানুষের সাথে কাজ করতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি পরিচালক নন্দিতার সৃজনশীলতা ও নান্দনিকতার বেশ প্রশংসা করেছেন। তার অসাধারণ সিনেমাবোধের প্রশংসা করতেও ভোলেননি এই অভিনেতা। শুধু কপিল নয়,নন্দিতার মতে কপিলের মত একজন চমৎকার মানুষের সাথে কাজ করতে পারাটা সত্যিই একটা দারুণ ব্যাপার। এখন অপেক্ষা কবে থেকে শুরু হতে চলেছে ছবির কাজ ।