সুশান্ত মৃত্যুতেও মিলল না শান্তি! তিনজন ‘নেপোটিজমের প্রোডাক্ট’কে নিয়ে আইটেম গানে নাচবেন করণ

মন্টি শীল, কলকাতা : বিনোদন, এই শদ্বটার কথা প্রকাশ্যে এলেই দর্শকদের সামনে ভেসে ওঠে বলিউডের (Bollywood) এর নাম। বিনোদনের এই অন্যতম দুনিয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও সেই আলোচনা হতে পারে কখনও কোন মুক্তি পাওয়া সিনেমাকে কেন্দ্র করে, আবার কখনও কখনও কোনও বলি তারকাদের বিতর্কিত মুহূর্তকে কেন্দ্র করে। তবে অনেকেরই মতে এই বিতর্ক আগাগোড়াই ছিল আছে এবং আগামী ভবিষ্যতেও থাকবে। কিন্তু সম্প্রতি যে আলোচনা নিয়ে বলিউড রীতিমতো সরগরম তা হল নেপোটিজম (Nepotism) তত্ত্ব।
এই নেপোটিজম তত্ত্বকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছেন বলিউডের একাধিক পরিচালক প্রযোজক। কিন্তু এই তত্ত্বে যার নাম সবথেকে বেশি শোনা যায় তিনি হল বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক করণ জোহর (Karan Johar)। বলিউডের এই পরিচিত মুখের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, যে তিনি এই নেপোটিজম তত্ত্বকে আস্কারা দিচ্ছেন এবং অভিনয় না জানা তারকা সন্তানদের সিনেমাতে অভিনয়ের সুযোগ করে দিচ্ছেন। যদিও সেই সমস্ত বিতর্কে খুব একটা কর্ণপাত করতে দেখা যায়নি বলিউডের এই নামজাদা প্রযোজকে। তবে এইবার ফের একবার সমালোচকদের মনে এই নেপোটিজম শদ্বটি উজ্জীবিত করলেন।
পরিচালক তথা প্রযোজক করণ জোহর এইবার একসঙ্গে একপর্দায়ে আনতে চলেছেন তিন তিনজন স্টার কিডদের। কিন্তু কে সেই তিন তারকা সন্তান? জানা গিয়েছে, সেই তিনজন স্টার কিডরা হলেন সারা আলি খান (Sara Ali Khan), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), এবং অনন্যা পান্ডে (Ananya Panday)। সূত্রে খবর, খুব শীঘ্রই বড় পর্দা কাঁপিয়ে আসতে চলেছে নতুন সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’। যার পরিচালক খোদ করণ জোহর (Karan Johar)। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা ‘রণবীর সিং’ এবং অভিনেত্রী ‘আলিয়া ভাট’ -কে।
দীর্ঘ প্রযোজনার পর এই সিনেমাতে পরিচালকের আসনে বসতে চলেছেন করন। সূত্রে খবর, এই সিনেমারই কিছু বিশেষ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে এই তিন স্টার কিডদের। এমনকি এক আইটেম গানের দৃশ্যেও দেখা যেতে পারে এই তিন স্টার কিডদের। জানা গিয়েছে, এই সিনেমার শ্যুটিং খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর বড় পর্দায় এই সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। দর্শক এবং সিনেমা প্রেমিদের মনে এই সিনেমাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসাহ নজরে পড়লেও, সমালোচকদের মাঝে ফের একবার এই নেপোটিজম তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে তা বলাই যায়।