বন্ধ কাজ, ভয়ে চার দেওয়ালেই বন্ধ করণ জোহার! বাড়ির বাইরে এলেই হয়ে যেতে পারেন অপহরণ

অহেলিকা দও, কলকাতা : চলতি মাসের ৫ জুন এক চিঠি মারফত গুলি মারার হুমকি দেওয়া হয় বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে। চিঠিতে স্পষ্ট লেখা ছিল পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে সালমান খান ও তার বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করে খান পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তও শুরু করে পুলিশ ( Karan Johar )।

গত ২৯ মে পাঞ্জাবের এক ব্যস্ত রাস্তায় গুলি করে মারা হয় গায়ক কংগ্রেস নেতা সিধু মুসাওয়ালাকে। সেই খুনে উঠে আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। সালমান খান ও তার বাবা সেলিম খানকে যারা হুমকি দিয়েছিলেন ইতিমধ্যে পুলিশের হাতে ধরাও পড়েছে সেই দলটিও। ঘটনাচক্রে এখানেও উঠে এসেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ( Karan Johar )।

karan johar

এই গ্যাংয়েরই এক সদস্য সৌরভ মহাকাল। গায়ক সিধু খুনে তিনিও একজন অভিযুক্ত। পুলিশি জেরায় এই সৌরভ মহাকাল দাবি করেছেন, খ্যাতিমান পরিচালক এবং প্রযোজক করণ জোহরও ( Karan Johar ) নাকি তাদের লক্ষ্য ছিলেন। পুণে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘মহাকালের পরিকল্পনা ছিল করণ জোহরকে ভয় দেখিয়ে পাঁচ কোটি টাকা আদায় করা। তবে পুলিশকে বিভ্রান্ত করার জন্যও এটা বলতে পারে। কাজেই, মহাকালের দাবি কতটা সত্য, তা যাচাই করে দেখছে পুলিশ।’

karan johar

কিছু দিন আগে এই মহাকালই দাবি করেছিলেন, লরেন্স বিষ্ণোইয়ের দল সালমান খানকে গুলি করে মারতে চেয়েছিল। তিনি দাবি করেন, এ কাজে তিনজনকে ঠিক করা হয়েছিল। তারা রাজস্থানের পালঘরে একটি কারখানায় কাজ করতেন। তারাই মুম্বাইয়ে এসেছিলেন হুমকি চিঠিটা দিতে।

karan johar

যদিও পরে পুলিশ ( Karan Johar ) খোঁজ নিয়ে জেনেছে, হুমকি চিঠি যারা দিয়েছিলেন, তাদের সঙ্গে পালঘরের সেই কারখানার কোনো সম্পর্ক নেই। আদৌ তারা ওখানে কাজ করেছেন কি না, তা নিয়েও সন্দেহ  রয়েছে। এরপর পুলিশ জানতে পারে, মহাকাল যে তিন দুষ্কৃতীর নাম বলেছিল, তারা রাজস্থানের একটি গয়নার দোকানে লুটপাট করার পর গ্রেপ্তার হয়।

সব দিক বিবেচনা করে সৌরভ মহাকালের বয়ান সেভাবে আর বিশ্বাস করতে পারছেন না তদন্তকারী পুলিশরা। গত সপ্তাহেই পুণের অপরাধ দমন শাখা মহাকালকে গ্রেপ্তার করে। সালমান ও তার বাবাকে হুমকি চিঠি পাঠানোর ঘটনার পর মুম্বাইয়ের অপরাধ দমন শাখার তদন্তকারী একটি দল পুণেতে গিয়ে মহাকালের সঙ্গে কথা বলেন। গায়ক সিধু মুসাওয়ালা খুনের ঘটনায় মহাকাল অন্যতম বড় হাত আছে বলে জানিয়েছেন পুলিশ।




Leave a Reply

Back to top button