“বলিউডের সবথেকে খারাপ অভিনেতা সলমন খান”, এরুপ বক্তব্যে বিতর্কে জড়ালেন বেবো

বলিউডের অন্যতম লাস্যময়ী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন বেবো ওরফে করিনা কাপুর। মোস্ট স্টাইলিশ হিরোইনের মধ্যে করিনা সর্বদা এক নম্বরে আছেন। সিনেমা হোক বা উপাস্থাপনা সবেতেই তিনি সাবলীল ও আকর্ষণীয়। বলা হয় পুরুষ অনুরাগীদের স্বপ্নের নায়িকা করিনা কাপুর। এক সময়ের জিরো ফিগার গার্ল করিনা কাপুর কাজ করেছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সাথে। বলিউডের তিন খানের সাথেই তিনি কাজ করেছেন। এক সাক্ষাৎকারে একবার তিনি ( Kareena Kapoor ) মন্তব্য করে বসেন ইন্ডাস্ট্রির সবথেকে খারাপ অভিনেতা হলে দাবাং গুরু সলমন খান ( Salman Khan ) ।
আরও পড়ুন………অনলাইন পড়ে অফলাইন পরীক্ষা, পরীক্ষার প্রথমদিনই ফলাফলের চিন্তা গ্রাস করছে পড়ুয়াদের
একসময় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় যে, বলিউডের তিন খানের মধ্যে কাকে তিনি ( Kareena Kapoor ) কত নম্বর দেবেন। এরুপ প্রশ্নের উত্তরেই তিনি জানান বলিউডের মধ্যে কিং খান বাদশা অর্থাৎ শাহরুখকে তার সবথেকে বেশি পছন্দের। তিনি শাহরুখের বড় ফ্যান বলেও দাবি করেন। অন্যদিকে তিনি আরও বলেন জে,তিনি সলমন খানকে খুব একটা পছন্দ করেন না। তার অভিনয় দক্ষতা কম বলে মনে করেন বেবো। করিনা কাপুর “কভি খুশি কভি গম”-এ সলমনের সাথে অভিনয় করেছিলেন। সেখানে “পু” এর চরিত্রটি করিনাকে সবথেকে বেশি জনপ্রিয় করেছিল। করিনা এই সফলতার পেছনেও এসআরকের অবদান স্বীকার করেছেন। অন্যদিকে তিনি ( Kareena Kapoor ) সলমনের সাথে “ভজরঙ্গি ভাইজান”-এ অভিনয় করেছেন। বেবো জানান যে এই ছবিটিতে তিনি নিজের সেরাটুকু নিয়ে আত্মবিশ্বাসি ছিলেন না।
View this post on Instagram
আরও পড়ুন……‘ফিটনেসকে গুরুত্ব সহকারে নেওয়াই আমার স্বপ্ন’ – জন্মদিনে সিষ্কপ্যাক রেজোলিউশন অনুপম খেরের
প্রসঙ্গত করিনা তার ভক্তদের উপহার দিতে চলেছেন নতুন ছবি “লাল সিং চাড্ডা”। এখানেও তার বিপরীতে দেখা যাবে তিন খানের এক খান আমিরকে। শুটিং এর দিন থেকেই ছবিটিকে নিয়ে দর্শকমহলে উত্তেজনার শেষ নেই। এখন অপেক্ষা কবে ছবির টিজার প্রকাশিত হবে।