বর ভুলে পরপুরুষে মজে ক্যাটরিনা! সোশ্যাল মিডিয়ায় রাগে ফুঁসছে ভিকির অনুরাগীরা

মন্টি শীল, কলকাতা : সাধারণত বলিউড তারকাদের নিয়ে অনুরাগী মহলে আলোচনার অন্ত নেই। প্রায় সর্বদা এবং সর্বত্র এই সিনেমা প্রেমিরা বলি তারকাদের নিয়ে আলোচনায়। আর এই আলোচনার অন্যতম বিষয় হল, বলিউডের আসন্ন সিনেমা অথবা বলি তারকাদের ব্যক্তিগত জীবন। যাদের মধ্যে অন্যতম হল বলিউডের জনপ্রিয় জুটি তথা নব দম্পতি ভিকি কৌশল (Vicky kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina kaif)। সম্প্রতি কয়েক দিন আগেই এই দুই বলিউড তারকা বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন।
জানা গিয়েছে, বিয়ের আগে তো ঠিকই, বিয়ের পরবর্তী সময়েও এক গভীর প্রেমে মজে রয়েছেন বলি অভিনেতা ভিকি। যার কিছু কিছু প্রমাণ ইতিমধ্যেই সোস্যাল মিডিয়া জুড়ে ভীষণ ভাবে ভাইরাল হয়েছে। সম্প্রতি এই বলিউড জুটি ছুটি কাটানোর জন্য সুদূর মার্কিন মুলুকের পৌছে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফ-এর মাতৃ সম্ভবা হওয়ার খবর রটেছিল। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, তা সম্পূর্ণ রূপে ভুয়ো। তবে খবর সত্যি হোক বা মিথ্যা এই দুই বলি তারকাদের অনুরাগী মহল কার্যত দিন রাত এক করে বসে রয়েছেন তাদেল সম্পর্কে জানার জন্য।
কিন্তু ইদানিং কালে এই বলিউড তারকাদের সম্পর্কে যা শোনা গেল তার পর রীতিমতো হৃদয় ভঙ্গ হয়েছে অনুরাগীদের। কিন্তু কি এমন ঘটল এদিন? সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে, তিনি তার স্বামীকে উপেক্ষা করে অপর এক পুরুষের প্রসাংশায় মগ্ন রয়েছেন। এই বিষ্ফোরক ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া থেকে। বলিউড অভিনেতা তথা ক্যাটরিনার স্বামী ভিকি ‘নাচ পাঞ্জাবান’ (Nach Panjaban) গানে এক ব্যক্তির সঙ্গে নাচ করছেন। জানা গিয়েছে , এই গানটি বলিউড অভিনেতা বরুন ধাওয়ান এবং কিয়ারা আডবাণি অভিনিত সিনেমা ‘যুগ যুগ জিয়ো’ (Jugjug Jeeyo)-এর। আর ভিকি-র নিচের সঙ্গী এই সিনেমার প্রযোজক আমৃতপাল বৃন্দা।
View this post on Instagram