মাতৃ সম্ভবা অভিনেত্রী ক্যাটরিনা! সোশ্যাল মিডিয়াতে বিতর্কের খোলাসা করলেন অভিনেত্রী নিজেই

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের অন্যতম পীঠস্থান বলিউড কিছু দিন যাবত সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চিত। আর তার সূত্রপাত ঘটেছিল বিগত কিছু দিন আগে অনুষ্ঠিত হওয়া বলিউডের জনপ্রিয় তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এর বিবাহ আসরকে ঘিরে। আর সেই চর্চা চলতে থাকে বলিউডের আরও এক জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট এর বিবাহ আসরকে ঘিরে। তবে বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়া ফের একবার উত্তাল হয়ে উঠেছে।

আর এর অন্যতম কারণ হল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর মাতৃ সম্ভবার খবর নিয়ে। সম্প্রতি কয়েক মাস আগেই রাজস্থানের বারওয়ারা ফোর্টে চার হাত এক করেছেন দুই বলি তারকা। এর পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, কবে খুশির খবর দিতে চলেছেন অভিনেত্রী। যদিও সেই সমস্ত বিষয়ে কর্ণপাত না করে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত দুই তারকা। আর এর প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে তারকা জুটির চিত্তাকর্ষক ছবি দেখে। তবে এই মাতৃ সম্ভবার বিতর্কিত খবরের সূত্রপাতও এইরকম এক ছবি থেকেই।

13c63

আরও পড়ুন ….দক্ষিণী সিনেমার জেরেই এত ঠাটবাট! ৪ সিনেমা রিমেক করে কোটিপতি সালমান
আরও পড়ুন ….নতুন অনুষ্ঠানের জেরে বন্ধের মুখে ‛কপিল শর্মা শো’! দুঃখে কাঁদো কাঁদো কপিল অনুরাগীরা

সম্প্রতি এই দুই তারকাদের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ক্যাটরিনা এবং ভিকি একে অপরকে জড়িয়ে রয়েছেন। আর ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি ক্রিসমাস ট্রি। আর অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে তিনি যেন দুই মাসের সন্তান সম্ভবা। যদিও এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন অভিনেত্রীর নিজস্ব টিম। তাদের মতে, ‘এই সমস্ত খবর সম্পূর্ণ রূপে ভুয়ো, গুজব। এই মূহুর্তে তিনি এখন তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আর অবশ্যই তিনি ব্যস্ত তার বিবাহিত জীবন নিয়ে।’

13c67

আরও পড়ুন ….পর্দা এবং বাস্তবে দুর্দান্ত রোমান্সের মাধ্যমে জিতেছেন দর্শকদের মন, রইল এমন ৬ ধারাবাহিক জুটির পরিচয়

শোনা গিয়েছে, অভিনেত্রী নিজে ব্যক্তিগত জীবনে বাচ্চাদের পছন্দ করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি যে বাচ্চা চান সেটা স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে এই দুই বলি তারকা সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে ব্যস্ত। যদিও তার একটা ঝলক ইতিমধ্যেই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা গিয়েছে, ছুটি কাটিয়ে আসার পর একগুচ্ছ সিনেমা নিয়ে কাজে মেতে উঠবেন এই দুই তারকা। তার মধ্যে অন্যতম হল বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ এর সিনেমা ‘টাইগার 3’ সহ আরও অন্যান্য সিনেমা। তবে এসবের মধ্যে নেটপাড়ায় এই ধরনের গুজব যে তারকাদের অস্তিত্বতে ফেলবে তা আর বলতে বাকি থাকে না।




Leave a Reply

Back to top button