৭০ বছরেও রূপের ঝলক! দেহের কাঠামোয় ক্যাটরিনাকেও হার মানাবে তাঁর মা

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif ) । রূপে বা গুণে যার কোনো তুলনাই হয় না। মাত্র ১৪ বছর বয়সে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করা ক্যাটরিনা কাইফ বর্তমানে একজন বড় মাপের অভিনেত্রী। ‘নমস্তে লন্ডন’, ‘পার্টনার’, ‘ওয়েলকাম’ প্রকৃতি ছবির মাধ্যমে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছিলেন ক্যাট। এরপর জীবনে চলার পথে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তিনি তাঁর অসামান্য রূপ এবং প্রতিভার মাধ্যমে সর্বদাই দর্শকদের প্রসংশা কুঁড়িয়েছেন। তবে জানেন কি ক্যাটের এই সৌন্দর্যের পিছনে কিন্তু রয়েছেন তাঁর মা। হ্যাঁ ঠিকই শুনেছেন, সম্প্রতি এমনটাই মনে করছেন প্রায় সকল নেটিজেনরা।

সম্প্রতি মহা ধুমধামে পালিত হয়েছে ক্যাটরিনা কাইফের মায়ের জন্মদিন। তাঁর মা সুজান ইতিমধ্যেই পা রেখেছেন সত্তর বছরে। আর সেই জন্মদিন উপলক্ষেই মায়ের কাছে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ সহ তাঁর অন্যান্য ভাই-বোনেরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ক্যাটের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় তাঁর মায়ের জন্মদিনের সমস্ত ছবি। আর তা নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। আর সেই ছবি ভাইরাল এর সাথে সাথেই সকলের মুখেই শোনা যায় ক্যাটরিনার মায়ের সৌন্দর্যের প্রশংসা ( Katrina Kaif mother is more beautiful than Katrina ) ।

img 20220506 172907

প্রসঙ্গত নেটমাধ্যমে মায়ের ছবি খুব কম আপলোড করায় অনেক নেটিজেনরা ভেবে থাকেন যে তার মা হয়তো ছবি তোলায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। আর কোনকিছুর সম্প্রচার বিষয়ক ছবি ছাড়া বাকি ছবি দেখাও যায় না অভিনেত্রীকে। তবে এবার মহা ধুমধামে মায়ের জন্মদিন পালন করে মায়ের সাথে তোলা সে সকল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্যাট। এবার মায়ের জন্মদিনে নিজের বাকি ভাই-বোনদের নিয়ে মায়ের কাছে উপস্থিত হয়েছিলেন তিনি। এবং সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ক্যাটরিনা কাইফের মায়ের রুপ দেখে মুগ্ধ হয়েছিলেন সমগ্র নেট দুনিয়া।

আরও পড়ুন: ন্যাকামিই ভালোবাসে বাঙালি! ‘গাঁটছড়া’, ‘মিঠাই’কে টেক্কা দিয়ে TRP লিস্টে প্রথম এই ধারাবাহিক, হতাশ দর্শকেরা

 

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্মদিনের ছবি পোস্ট করার সাথে সাথেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল সে সকল ছবি। সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিল ৭০ বছর বয়সী সুজানের সৌন্দর্য দেখে। কমেন্ট বক্স ভরে উঠেছিল তার মায়ের রূপের প্রশংসায়। সেখানে আবার অনেকেই বলেন যে ক্যাটরিনার মা সুজান তার থেকেও অনেক বেশি সুন্দরী। আবার অনেকেই বলেন মায়ের থেকেই ক্যাট পেয়েছেন এরূপ সৌন্দর্য। পাশাপাশি বহু বলিউড তারকারা সুজানের সৌন্দর্যের প্রশংসা করেছেন। প্রসঙ্গত, সুজান পেশায় একজন আইনজীবী। এছাড়া সমাজসেবার কাজেও তিনি যুক্ত আছেন।

আরও পড়ুন: একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে দাদাগিরি! বিশেষ এপিসোডে মঞ্চ মাতাতে উপস্থিত থাকছেন ‘বং গাই’ও




Leave a Reply

Back to top button