“একেই বলে নমনীয়তা”, ক্যাটের পোস্ট ঘিরে উত্তাল নেটদুনিয়া

এখনও পর্যন্ত বলিউডের যে সমস্ত অভিনেতারা বিয়ে করেছেন তাদের মধ্যে সবচেয়ে চর্চিত জুটি হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ(Katrina Kaif Post)। বিয়ের পর ইনস্টাগ্রামে একসাথে ছবি পোস্ট দেওয়া থেকে শুরু করে জীবনের বিশেষ মুহূর্ত, সবটাই ইনস্টাতে তুলে ধরেন ক্যাট। এইবার ভিকি কৌশলের একটি বিজ্ঞাপন নিজের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে(Katrina Kaif Post) ক্যাট লেখেন, “একেই বলে নমনীয়তা”।

আরও পড়ুন: রোহিত শর্মা শসার মতোই ঠান্ডা, ধোনির পর আর এক মি:‌ কুল-‌এর প্রশংসায় ইরফান

ক্যাটরিনা এবং ভিকি আগের বছর ৯ ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছেন রাজস্থানে(Katrina Kaif Post)। এরকম রাজশাহী বিয়ে বলিউড আগে কখনো দেখেনি(Katrina Kaif Post)। যেনো একটি সিনেমার চিত্রনাট্য চলছিল। যদিও এই বিয়েতে বলিউডের বেশি কেউ নিমন্ত্রিত ছিলেন না, শুধুমাত্র পরিজন ও আত্মীয়রা নিমন্ত্রিত ছিল এই পরিণয়ের সময়(Katrina Kaif Post)। অন্যদিকে ভিকি কৌশলের শেষ ছবি সরদার উধাম সর্বমহলে সমাদর পেয়েছিল, সুজিত সরকারের নির্দেশনায় তৈরি এই ছবিতে ভিকি প্রমাণ করেন তিনি কতটা দক্ষ অভিনেতা। এই বছরে ধর্মা প্রোডাকশনের হাত ধরে গোবিন্দ মারা নাম দর্শকদের উপহার দিতে চলেছেন ভিকি কৌশল(Katrina Kaif Post)। এছাড়াও সাম মানেকশা- এর বায়োগ্রফিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। অন্যদিকে বড়পর্দায় ক্যাটরিনাকে শেষবার দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সাথে সুরিয়াভানসি ছবিতে। রোহিত শেঠি পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়াও বিশেষ চরিত্রে ছিলেন রণবীর সিং এবং বলিউডের সিংহাম অজয় দেবগন(Katrina Kaif Post)।

Vicky Kaushal and Katrina Kaif

আরও পড়ুন: এই প্রথম কবীরকে নিয়ে অমৃতসর দর্শন, ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন কোয়েল

তার পরবর্তী ছবির তালিকায় রয়েছে সালমান খানের সাথে টাইগার ৩, যাতে ক্যাটকে এক পাকিস্তানি গোয়েন্দার চরিত্রে দেখা যায়(Katrina Kaif Post) এবং এছাড়াও তামিল সুপারস্টার বিজয় সেথুপথির সাথে মেরি ক্রিসমাস ছবিটির শুটিং প্রায় শেষের দিকে এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং গঙ্গুবাই খ্যাত আলিয়া ভাটের সাথে তাকে দেখা যাবে এক্সেল এন্টারটেইনমেন্টের জি লে জারা ছবিতেও দেখা যাবে ক্যাটকে(Katrina Kaif Post)।

আরও পড়ুন: একমাসের মধ্যেই পেশ করতে হবে আনিশ মৃত্যুরহস্যের রিপোর্ট, হাই কোর্টের নির্দেশে চাপে SIT




Leave a Reply

Back to top button