প্রাক্তন জ্বলাতেই কি সাত পাকে? রালিয়ার বিয়ের পরই রোম্যান্সে মত্ত ভিকি-ক্যাট

রাখী পোদ্দার, কলকাতা : জলেও লাগানো যেতে পারে আগুন। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? সম্প্রতি জনপ্রিয় তারকা জুটি ভিক‍্যাটের ( Vikat) ছবি শুধুমাত্র জলেই না আগুন ধরিয়েছে বলিউডের অন্যান্য তারকাদের মনেও। বিয়ে করার পূর্বে নেটিজেনদের সামান্য আন্দাজ করতে দেয়নি যে তাঁরা একে অপরের প্রেমে রীতিমতো খাচ্ছেন হাবুডুবু। শেষমেশ নেটিজেনদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় ভঙ্গিতে বিয়ে করেন এই জুটি। বিয়ের আগে তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে না আনলেও বিয়ের পর তাঁদের এই মাখো মাখো ছবি শেয়ার করে ক্যাট যেন স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছেন তাঁরাই হল বলিউডের সেরা দম্পতি ( Katrina Kaif-Vicky Kaushal)। সম্প্রতি এই দম্পতির শেয়ার করা একটি ছবি দেখে যেন রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে নেটিজেনদের।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে ক্যাটরিনার ( Katrina Kaif) শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা সুইমস‍্যুট পরে সুইমিং পুলে ভিকিকে জড়িয়ে ধরে আছেন ক্যাট। আর সাথে লিখেছেন ‘আমি ও আমার’। আর সাথে দিয়েছেন দুটো লাল এমোজি। ছবিতে দেওয়া ক্যাটের পোজ যেন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন ভিকি ( Vicky Kaushal) এখন শুধুই তাঁর। আপাতত সংসারেই মন দিয়েছেন ভিক্যাট। তা বলে কাজ থেকে দূরে রয়েছেন তাঁরা এমনটাও নয়। নিজেদের কাজ ও ঘরকে সুন্দরভাবে সামলাচ্ছেন দুজনেই ( Katrina Kaif-Vicky Kaushal)। ব্যস্ততার ফাঁকে প্রিয়জনের সাথে এমনই সুন্দর সময় কাটাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন : মাতৃত্বের স্বাদে শয়তানি ছেড়ে সুপথে ‛জলনুপূর’ খ্যাত স্নেহা, আবার নতুন রূপে পর্দায় অভিনেত্রী

picsart 22 05 07 20 42 56 282
Alia-Ranbir

অন্যদিকে বলিউডের এক্কেবারে নতুন বিবাহিত দম্পতি হলেন রণবীর ( Ranbir Kapoor) ও আলিয়া ( Alia Bhatt)। যদিও বিয়ের পরে তাঁদের আর দেখা মেলেনি নেটদুনিয়ায়। দুজনেই ব্যস্ত তাঁদের কাজ নিয়ে। একদিকে দুবাইয়ে ছবির শুটিংয়ে রয়েছেন রণবীর কাপুর। আর অপরদিকে আলিয়া দিন কাটাচ্ছেন তাঁর পোষা বিড়ালের সঙ্গেই।অন‍্যদিকে কাজ সামলেও রোম‍্যান্সটা ঠিক বজায় রেখেছেন ভিকি ক‍্যাটরিনা ( Katrina Kaif-Vicky Kaushal)। ছবি শেয়ার করে কি তবে প্রাক্তন প্রেমিককেই জ্বালাতে চাইলেন ক‍্যাট? তার উত্তর এখনও অধরা।

আরও পড়ুন : দর্শকরাই ড্রামা পছন্দ করে, তাদের জন্যই লেখা, ধুলোকনা প্রসঙ্গে সাফ জানালেন লীনা গাঙ্গুলি

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

আগামীতে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে দুজনেরই। বলিউড অভিনেতা সালমান খানের ( Salman Khan) সাথে ‘টাইগার থ্রি’তে দেখতে পাওয়া যাবে সুন্দরী ক্যাটকে। তাছাড়াও ক্যাটরিনার পাইপ লাইনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে ‘ফোন ভূত’( Phone Bhoot)। ঈশান খাত্তাব ( Ishaan Khatter) ও সিদ্ধান্ত চাতুরবেদী ( Siddhant Chaturvedi)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ক্যাটরিনা। এছাড়াও মেরি ক্রিসমাস সিনেমাতেও দেখতে পাওয়া যাবে তাঁকে। অপরদিকে পরিচালক আদিত‍্য ধরের ‘দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও পরিচালক লক্ষ্মণ উটেকরের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ভিকি কৌশল।




Leave a Reply

Back to top button