মিটেছে মনমালিন্য, আদরে একে অপরকে কাছে টানল সিদ্ধার্থ-কিয়ারা! সৌজন্যে এই তারকা

রাখী পোদ্দার, কলকাতা : ফের নাকি ভাঙা সম্পর্ক লেগেছে জোড়া। মনোমালিন্যের মেঘ সরিয়ে ফের কাছাকাছি এলেন বলিউড হার্টথ্রব কিয়ারা আদভানি ( Kiara Advani) এবং সিদ্ধার্থ মালহোত্রা ( Sidharth Malhotra)। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, তাঁরা নাকি আলাদা হয়ে গিয়েছিলেন। এমনকি মুখ দেখাদেখি পর্যন্তও নাকি বন্ধ ছিল তাঁদের। নেটমাধ্যমে দুজনের বিভিন্ন পোস্টও ইঙ্গিত করছিল সে দিকেই। কিন্তু আচমকাই যেন পাল্টে গেল সব। সমস্ত কিছু মিটমাট করে ফের একসঙ্গে হল এই তারকা জুটি। কিন্তু আপনি এখন ভাবছেন এই অসাধ্য সাধন হল কিভাবে?
আসলে এই অসাধ্য সাধন করেছেন বলিউডে ( Bollywood)র জনপ্রিয় পরিচালক করণ জোহর। কিয়ারা সিদ্ধার্থ এর এই ভুল বোঝাবুঝি দূর করতে এগিয়ে আসেন খোদ নিজেই। বলিউডের এই পরিচালকের উদ্যোগেই নাকি ফের কথা শুরু হয় তাঁদের মধ্যে। সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠ এক ব্যক্তি জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে বলেন, করণ ( Karan Johar) ওদের খুব ঘনিষ্ঠ বন্ধু। দুজনের বিচ্ছেদের খবর ওঁর একদমই ভালো লাগেনি। তখন নিজেই বিষয়টি ঠিক করার দায়িত্ব নিয়ে নেন। সিদ্ধার্থ-কিয়ারাও একে অপরকে খুব ভালোবাসেন। তাই ওঁরাও নিজেদের আরো একবার সুযোগ দিয়েছে।
জানা যাচ্ছে, বর্তমানে রোহিত শেট্টি পরিচালিত সিনেমার শ্যুটে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ। অপরদিকে ‘যুগ যুগ জিও’র প্রচারে ভীষণ ব্যস্ত কিয়ারা। কাজ সামলে শান্তিতে নিঃশ্বাস নেওয়ারও সময় নেই তাঁদের। কিন্তু জানা যাচ্ছে, ব্যস্ত রুটিন থেকে সামান্য ফাঁক পেলেই নাকি দুজন বেড়িয়ে পরবে ছুটিতে। সেই ব্যক্তি আরও বলেন, আগের থেকেও আরও বেশি কাছাকাছি ওঁরা। যে কোনও দিন হয়তো সবাইকে চমকে দিয়ে বিয়েও করে নিতে পারেন তাঁরা ( Kiara Advani and Sidharth Malhotra)।
প্রসঙ্গত, ‘শেরশাহ’ ছবির সেটে আলাপ হয় নায়ক-নায়িকার। এরপর সেই আলাপ পরিণত হয় বন্ধুত্বে। এরপর যদিও সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হতে সময় লাগেনি বেশি। তাঁদের এই বিচ্ছেদের খবরে মন খারাপ হয়েছিল তাঁদের অনুরাগীদেরও। তবে এসব এখন অতীত। অভিমানকে দূরে সরিয়ে ফের কাছাকাছি এল এই ‘শেরশাহ’ জুটি।