বাবার মৃত্যুতে মুখ খুললেন কেকে-কন্যা! অভিযোগের আঙ্গুল কি তবে ম্যানেজারের দিকে?

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতে এক অভূতপূর্ব বিষন্নতা দেখা দিয়েছে। যার অন্যতম কারণ হল, বলিউডের সঙ্গীত শিল্পী কে কে ( K K )-এর আকস্মিক প্রয়াণ। গত ৩১ শে মে কলকাতার নজরুল মঞ্চে এক নামী শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই সঙ্গীত শিল্পী। চিকিৎসার বন্দবস্ত করা হলেও শেষ রক্ষা হল না। বিনোদন জগতের আলোকোজ্জ্বল দুনিয়াকে ছেড়ে না ফেরার দেশে চলে যান এই শিল্পী। তবে এই সঙ্গীত শিল্পীর প্রয়াণের এক মাস কেটে গেলেও কমেনি বিতর্ক। কেন ই বা হল এই জনপ্রিয় শিল্পীর মৃত্যু? তাঁর এই অকাল প্রয়াণের জন্য কোন ঘটনা দায়ী ছিল এই সমস্ত প্রশ্ন মাঝে মাঝেই তুলছেন সঙ্গীত শিল্পীর অনুরাগী মহল।
গায়কের মৃত্যু দিবসে সোশ্যাল মিডিয়াতে স্মৃতি চারণা করেছেন তাঁর অনুরাগী মহল থেকে শুরু করে সন্তানরা। মানুষটি যে আর কোনও ফিরে আসবেন না সেকথা একবারেই মেনে নিতে পারছেন না কে কে ( K K)-এর পরিবারের সদস্যরা। এর আগে সঙ্গীত শিল্পীর অকাল প্রয়াণের পর শো-এর অর্গানাজার এবং খোদ কে কে ( KK )-এর ম্যানেজারের দিকে আঙুল তুলেছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু এইবার বাবার প্রয়াণের এক মাস পর ম্যানেজার হিতেশ-কে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মেয়ে ‘তামারা’। সম্প্রতি কে কে-এর কন্যা তামারা তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে দেখা গিয়েছে, প্রয়াত সঙ্গীত শিল্পীর সঙ্গে রয়েছে তাঁর গোটা টিম।
তবে কেবলই স্মৃতি চারণা নয়, তামারা এই দিনের পোস্টটি উল্লেখ করেছেন প্রয়াত সঙ্গীত শিল্পী তথা তাঁর বাবা কে কে ( KK )-এর ম্যানেজার হিতেশকে। পোস্টে তিনি লিখেছেন, ‘খুব সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে, হিতেশ কাকুর বিরুদ্ধে একাধিক কটূক্তি কর মেল এসেছে। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশ্য করে বলি, যদি আজ বাবা অর্থাৎ কে কে ( KK ) জীবিত থাকতেন তাহলে সমালোচকরা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারতেন? শুধু তাই নয়, এই ঘটনা শোনার পর তাঁর ( KK ) মনে কী প্রভাব বিস্তার করত।’
View this post on Instagram
কে কে-এর মেয়ে তামারা এইদিন দাবি করেছেন, ‘এটি শুধুমাত্র একটি টিম নয় তাঁর বাবার দ্বিতীয় পরিবারও বটে। যতটা শ্রদ্ধা তাঁর বাবাকে দিয়েছেন আশা করা যায় আগামী দিনেও সেই যোগ্য সম্মান পাবেন সঙ্গীত শিল্পীর এই পরিবারকে।’ জানা গিয়েছে, সঙ্গীত শিল্পীর দীর্ঘক্ষণের সঙ্গী ছিলেন ম্যানেজার হিতেশ। এমনকি কে কে ( KK )-এর প্রয়াণের কিছু সময় আগেও হোটেলের সিসি টিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছিল হিতেশ এবং কে কে এর সঙ্গ। শুধু তাই নয়, কে কে-র প্রয়াণের পর সংবাদ মাধ্যমেও সম্পূর্ণ ঘটনার বিবরণ দিতে দেখা যায় হিতেশকে। কিন্তু এই আকস্মিক ঘটনার খবর মেনে নিতে পারেননি সমগ্র সঙ্গীত প্রেমী মহল। যার দরুন বিভিন্ন ভাবে হেনস্থা শিকার হতে হয় কে কে ( KK )-র এই কাছের মানুষটিকে। তবে এই দিনের পোস্ট দেখার পর একটি কথা কার্যত পরিষ্কার, কে কে-র পুরো পরিবার রয়েছে হিতেশ এবং তাঁর গোটা টিম এর সঙ্গে।