IMDb rating সর্বকালের সেরা জয় ভীম, আইএমডিবি রেটিংয়ে সেরার তালিকায় রয়েছে এই ছবিগুলিও

বলিউড(Bollywood) মানেই হলভর্তি মানুষ আর সুপারহিট(superhit) সিনেমা। তবে ছবি হিট(hit) না ফ্লপ(flop) এ দিয়ে কিন্তু সবসময়ে ছবির গুণমান বিচার করা যায় না। অনেক সময়ে গুণমানে অনেক দুর্বল ছবিও হিটের তকমা পায় শুধুমাত্র প্রিয় সুপারস্টারের(superstar) উপস্থিতির জন্য।

ঠিক সেই কারণেই একটি ছবির প্রকৃত গুণমান বিচার করার জন‍্য IMDB রেটিং এর ওপর নির্ভর করতে হয়। IMDb এর পুরো অর্থ Internet Movie Database। সাধারণত বিশ্বের সকল সিনেমা, সিরিজ(Series) এবং টেলিভিশন শো(television show) এর মূল‍্যায়ন করা হয় পূর্ণমান দশের মধ‍্যে নম্বরের ভিত্তিতে। এখানে বলিউডের দশটি ছবির তালিকা রইলো যেগুলি IMDb রেটিং এর বিচারে অন‍্যতম সেরা।

জয় ভীম (Jay Bhim)

know about the top ten bollywod movies IMDb rating

প্রকৃতপক্ষে তামিল ভাষার ছবি হলেও হিন্দিতেও সম্প্রতি এক ওটিটি প্ল‍্যাটফর্মে(OTT platform) মুক্তি পেয়েছে দক্ষিণী অভিনেতা সূর্য, প্রকাশ রাজ প্রমুখ অভিনীত ছবি জয় ভীম। মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই এক বিরলতম কৃতিত্বের অধিকারী হয়েছে এই ছবিটি। আইএমডিবি রেটিং এ দশের মধ‍্যে ৯.৫ পেয়েছে এই ছবিটি যা ভারতীয় সিনেমা তো বটেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রগুলির মধ‍্যেও অন‍্যতম। পাশাপাশি একশো বছরের ভারতীয় সিনেমার ইতিহাসে জয় ভীমই প্রথম ছুঁলো দশের মধ‍্যে নয়ের বেশি আইএমডিবি IMDb রেটিং পাওয়ার এই মাইলফলক।

সর্দার উধম(Sardar Udham)

know about the top ten bollywod movies IMDb rating

ভিকি কৌশল অভিনীত সর্দার উধম ছবিটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। পাশাপাশি আইএমডিবি রেটিং এও দশের মধ‍্যে ৮.৫ রেটিং পেয়েছে জালিয়ানওয়ালাবাগ এর হত‍্যাকান্ডের ওপর নির্মিত ইতিহাসধর্মী এই ছবিটি। যদিও বিষয়বস্তুর কারণে অস্কার মনোনয়নে ছাড়পত্র পায়নি এই ছবিটি।

থ্রি ইডিয়টস(Three Idiots)

know about the top ten bollywod movies IMDb rating

আমির খান, আর মাধবন, শরমন জোশি এবং করিণা কাপুর অভিনীত থ্রি ইডিয়টস ছবিটি বলিউডের সেরা মজার ছবিগুলির মধ‍্যে অন‍্যতম। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের মজার ঘটনার ওপর নির্মিত এই ছবির আইএমডিবি রেটিং ৮.৪। পাশাপাশি বক্সঅফিসেও যথেষ্ট ভালো ফলাফল করেছিল রাজকুমার হিরানি পরিচালিত চেতন ভগতের উপন্যাস ফাইভ পয়েন্ট সামওয়ান এর ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি।

গ‍্যাংস অফ ওয়াসেপুর(Gangs of Wasseypur)

know about the top ten bollywod movies IMDb rating

অনুরাগ কাশ‍্যপ পরিচালিত গ‍্যাংস অফ ওয়াসেপুর ছবিটি মুক্তির পরেই যথেষ্ট শোরগোল ফেলেছিল দর্শক মহলে। পাশাপাশি এই সিনেমার আইএমডিবি রেটিং ও যথেষ্ট প্রশংসনীয়; দশের মধ‍্যে ৮.২ পেয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত কয়লা মাফিয়াদের অন্ধকার জগত অবলম্বনে নির্মিত এই ছবিটি।

জিন্দেগী না মিলেগি দোবারা(Zindegi Na Milegi Dobara)

know about the top ten bollywod movies IMDb rating

হৃত্বিক রোশন, ক‍্যাটরিনা কাইফ, ফারহান আখতার এবং কাল্কি কোয়েচলিন অভিনীত জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটির বন্ধুত্বের গল্প এবং স্পেনের মনোমুগ্ধকর দৃশ‍্যপট মুগ্ধ করেছিল দর্শককে। পাশাপাশি আইএমডিবি রেটিংয়েও দশের মধ‍্যে ৮.২ পেয়েছিল জোয়া আখতার পরিচালিত এই ছবিটি।

স্বদেশ(Swadesh)

know about the top ten bollywod movies IMDb rating

আশুতোষ গোয়ারিকর পরিচালিত স্বদেশ ছবিটি হিন্দি ছবিগুলির মধ‍্যে সর্বকালের অন‍্যতম সেরা হিসেবে বিবেচিত হয়‌। শাহরুখ খান এই ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছিলেন। পাশাপাশি আইএমডিবি রেটিংয়েও ৮.২ নম্বর পেয়েছিল ছবিটি।

পান সিং তোমর(Paan Singh Tomar)

know about the top ten bollywod movies IMDb rating

প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত পান সিং তোমর ছবিটি আইএমডিবি রেটিংয়ে ৮.২ নম্বর পেয়েছিল। তিগমাংশু ধুলিয়া পরিচালিত এই ছবিটি এক ভারতীয় সৈন‍্যের জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল যিনি ভারতের হয়ে ন‍্যাশনাল গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন।

ভাগ মিলখা ভাগ(Bhag Milkha Bhag)

know about the top ten bollywod movies IMDb rating

মিলখা সিং এর জীবনী অবলম্বনে ফারহান আখতার অভিনীত ভাগ মিলখা ভাগ ছবিটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকমহলে। পাশাপাশি আইএমডিবি রেটিংয়েও ৮.২ পেয়েছে ছবিটি। এই ছবিতে মিলখা সিংরূপী ফারহান আখতারের অভিনয় সমালোচক মহলেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল।

সালাম বম্বে(Salaam Bombay)

know about the top ten bollywod movies IMDb rating

বম্বে অর্থাৎ মুম্বাই শহরের ফুটপাতবাসী শিশুদের জীবনের কাহিনী অবলম্বনে নির্মিত সালাম বম্বে ছবিটি ১৯৮৮ সালে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। পাশাপাশি আইএমডিবি রেটিংয়েও ৮ পয়েন্ট পেয়েছিল এই ছবিটি। এমনকি অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়েছিল মীরা নায়ার পরিচালিত এই ছবিটি।

তারে জমিন পর(Taare Zamin Per)

know about the top ten bollywod movies IMDb rating

আমির খান এবং শিশু অভিনেতা দর্শিল সাফারি অভিনীত তারে জমিন পর ছবিটি শিশু মনস্তত্ত্ব বিষয়ক এমনই এক ছবি যা নতুন ভাবে ভাবতে বাধ‍্য করেছিল অভিভাবকদের। পাশাপাশি এই ছবির আইএমডিবি রেটিংও ছিল ৮.৪ যা যথেষ্ট চমকপ্রদ। সমালোচক এবং দর্শক উভয় মহলেই অত‍্যন্ত জনপ্রিয় হয়েছিল এই ছবিটি।




Back to top button