‘হাম রাহে ইয়া না রাহে কাল’, ১০০টি গিটার বাজিয়ে প্রয়াত KK-কে শ্রদ্ধা জ্ঞাপন তিলোত্তমার

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগৎ তথা সমগ্র সঙ্গীত মহল এক গভীর বিষন্নতার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। যার এক এবং অন্যতম কারণ হল কেকে (KK) অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)-এর অকাল প্রয়ান। সমগ্র দেশের সঙ্গীত জগৎ এই গায়কের আকস্মিক প্রয়াণের পর স্তম্ভিত। গত ৩১ শে মে কলকাতা এক নামি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত অনুষ্ঠানে যোগ দিতে নজরুল মঞ্চে এসেছিলেন এই বলিউড সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানের মুহূর্তে হওয়া কিছু অব্যবস্থা এবং শারীরিক অসুস্থতার দরুন আকস্মিক প্রয়াণ ঘটে এই বলিউড সঙ্গীত শিল্পীর।
কেকে-র এই প্রয়াণের খবর সামনে আসার পর অনেকেই বিষন্নতার সুরে বলেছেন, এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই ভাবে হারিয়ে যাবে তা একেবারেই কল্পনার বহির্ভূত ছিল। গায়কের এই আকস্মিক প্রয়াণের পর দেশ জুড়ে বিভিন্ন সঙ্গীত প্রেমী বিভিন্ন রকম ভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। যদিও এই দিক থেকে পিছিয়ে নেই খাস কোলকাতাও। এই দিন খাস কোলকাতার রবীন্দ্র সদনে দাড়িয়ে প্রয়াত বলিউড শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এক শ্রদ্ধার্ঘ্য সমাবেশের আয়োজন করেছিলেন ‘টিম বি গার্ডেন বাস্কার্স’ নামক এক সংগঠন।
গত রবিবার রবীন্দ্র সদনে এই অভিনব শ্রদ্ধাঞ্জলি সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে তাদের মূল লক্ষ্য ছিল, প্রয়াত সঙ্গীত শিল্পীকে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। এছাড়াও অনুষ্ঠানে অন্য কোনও বাদ্য যন্ত্র নয়, শুধুমাত্র গিটার এর উপস্থিতি আবশ্যিক ছিল এবং গান না গাইতে পারলেও শুধুমাত্র গলা মেলাতে পারলেই হবে। এই অভিনব শ্রদ্ধঞ্জলী সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক এরও বেশি সঙ্গীত শিল্পী এবং কেকে-এর অনুরাগীরা। প্রায় প্রত্যেকেই নিজ নিজ গিটার এবং প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রতি মনে একরাশ শ্রদ্ধা নিয়ে এই দিনের সমাবেশে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হওয়ার পর প্রায় একসঙ্গে শতাধিক গিটারের ধ্বনি বেজে উঠল। আর গিটারের সুরে সুরে আয়োজকরা গেয়ে উঠলেন কেকে-এর গাওয়া বিখ্যাত সেই গান, ‘হাম রাহে ইয়া না রাহে কাল’। সঙ্গীত প্রেমিদের আয়োজিত এই দিনের অনুষ্ঠানে কার্যত গমগম করছিল রবীন্দ্র সদনের গোটা প্রাঙ্গণ। তবে এই বিশেষ মুহূর্তের ভিডিও চাক্ষুষ করতে পেরেছেন নেট দুনিয়ার বাসিন্দারাও। শিল্পীর এই গান সঙ্গীত প্রেমিদের কন্ঠে শোনার পর রীতিমতো চোখে জল এনেছে তার অনুরাগীদের। বলিউড গায়ক কেকে-এর প্রয়াণের পর একাধিক বিতর্কিত ঘটনা ঘটে ছিল বিনোদনের জগতে। কিন্তু এই দিনের অভিনব ঘটনা রীতিমতো মুগ্ধ করেছে সকলকেই।