Lata Mangeshkar : চলে গেলেন লতা! জেনে নিন আর কোন বলিসেলেবরা বয়সের দোরগোড়ায়

অহেলিকা দও, কলকাতা : নিস্তব্ধতা এখন সুরের জগতে। ফের হলো এক নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar)। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ( hospital) ভর্তি ছিলেন তিনি। তাঁর অবস্থার উন্নতির খবরও শোনা যাচ্ছিলো তবে শনিবার তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভ্যান্টিলেশনে ( ventilation)। তবে অবশেষে জীবনের সাথে লড়াইয়ের বাজি হেরে গেলেন তিনি ( Lata Mangeshkar)। আজ সকাল ৮টা ১২মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ( Breach Candy Hospital in Mumbai) থেকে জানানো হয় এই দুঃখের সংবাদ ( sad news)। তাঁর ( Lata Mangeshkar) মৃত্যুতে ( death) শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। তবে বলিউডে ( bollywood) এমন কিছু তারকা রয়েছেন যারা ৯০ বছর পার করেও সিনেমা ( movie) বা সমাজে ( society) নিজের দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। জেনেনিন এমন কিছু তারকাদের ( stars) তালিকা।
মমতাজ বেগম
অভিনেত্রী মমতাজ বেগম ( Momtaz Begum) একজন বিশিষ্ট অভিনেত্রী। এই বিশিষ্ট অভিনেত্রীর জন্ম ১৯২৩ সালের ৭ এপ্রিল। তিনি ১৯৬০ সালে বারসাত কি রাত, চৌধভিন কা চাঁদ এবং ১৯৬৩ সালে মেরে মেহবুব এর মতো সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। এছাড়াও তিনি ১৯৬০ সালে কালা বাজার, এক ফুল চার কাঁতে এবং ১৯৬৩ সালে মেরে মেহবুব এবং ১৯৭৯ সালে আখেরি কসমে অভিনয় করেছেন। এমনকি আরও কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন।
কামিনী কৌশল
কামিনী কৌশল (Kamini Kaushal) হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশনে অসাধারণ কাজ করায় অত্যন্ত পরিচিত। এই অভিনেত্রীর জন্ম ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি। তিনি ১৯৪৬ সালে নীচা নগর এবং ১৯৫৫ সালে বিরাজ বাহু এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে তিনি শ্রেষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। ১৯৫৩ সালে এই অভিনেত্রী শাহেনশাহ, ১৯৫৩ সালে ঝাঁঝর, ১৯৫৮ সালে জেলর এবং আরও কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
গুলজার
সমগ্রন সিং কালরা পেশাগতভাবে গুলজার ( Gulzar) বা গুলজার সাব নামে পরিচিত। তিনি একজন ভারতীয় গীতিকার, কবি, লেখক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯২৯ সালে আগস্ট মাসে। সঙ্গীত পরিচালকের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালের বন্দিনী চলচ্চিত্রের একজন গীতিকার ছিলেন তিনি। এছাড়াও তিনি আর ডি বর্মণ, সলিল চৌধুরী, বিশাল ভরদ্বাজ এবং এ আর রহমান সহ অনেক সঙ্গীত পরিচালকের সাথে কাজ করেছিলেন। ১৯৭০ এর দশকে তিনি আন্ধি, মৌসুম এবং ১৯৮০ এর দশকে টিভি সিরিজ মির্জা গালিবের মতো চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। এছাড়াও তিনি ১৯৯৩ সালে কিদারও পরিচালনা করেছিলেন। জীবন্ত কিংবদন্তিদের মধ্যে এখনও তিনি বলিউডে জনপ্রিয়।
আরও পড়ুন- ‘ইয়ে হাসি রাত হো না হো’, গানের ঝুলি নিয়ে এসেছিলেন এক ভারতের মেয়ে –https://thebengalichronicle.com/lata-mangeshkars-musical-journey/
কল্পনা কার্তিক
অভিনয় জগতে কল্পনা কার্তিক ( Kalpana Kartik) একজন অবসরপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী। এই অভিনেত্রীর জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে ১৯ আগষ্ট। তিনি ১৯৫১ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত অভিনয় করেছেন। ১৯৫০ এর দশকে ছয়টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তিনি চলচ্চিত্র নির্মাতা দেব আনন্দের বিধবা স্ত্রী। দেব আনন্দের সঙ্গে বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। লাহোরে জন্মগ্রহণকারী কল্পনার জন্মনাম ছিলো মোনা। ১৯৫১ সালের ‘বাজি’ চলচ্চিত্র দ্বারা শুরু হয়েছিলো তাঁর চলচ্চিত্র জীবনের যাত্রাপথ যেটাতে দেব আনন্দ ছিলেন।
লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar) ছিলেন একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা এবং সঙ্গীত পরিচালিকা। তিনি ( Lata Mangeshkar) এক হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান রেকর্ড করেছেন এবং ছত্রিশটিরও বেশি ভারতীয় ভাষা এবং বিদেশী ভাষায় গান গেয়েছেন। তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন তারাদের দেশে। এমন একজন বিশিষ্ট শিল্পীর চলে যাওয়ায় শোকাহত ( Mourning) গোটা দেশ। আমাদের মধ্যে না থাকলেও তিনি ( Lata Mangeshkar) আমাদের মনে সারাজীবন চিরস্থায়ী হয়ে থাকবেন।
আরও পড়ুন- দেবীর বিসর্জন, লতা মঙ্গেশকরের প্রয়াণে হতাশ মোদী-মমতা-রাহুল-কেজরিওয়াল- https://thebengalichronicle.com/lata-mangeshkar-died-at-age-of-92/