Year Ender 2021: ওটিটি প্লাটফর্মে এসেছে অনেক দুর্দান্ত কাহিনী, রইল ২০২১-র সেরা ওয়েব সিরিজের লিস্ট

প্রত্যুষা সরকার, কলকাতা: যুগের সাথে সাথেই বদলাচ্ছে (change) মানুষ। ইন্টারনেটের (internet) এই যুগে অফিস (office) থেকে শুরু করে শপিং সবই চলছে অনলাইনে (online)। শুধু শপিং নয় এখন ঘরে বসেই হাতের মধ্যে চলে এসেছে সিনেমা (movie)। ওহো! শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজও (web series)। ঘরে বসে স্মার্টফোনের (Smart phones) মাধ্যমে দেখা যাচ্ছে নিজের ইচ্ছেমত সিরিজ। শেষ হতে চলল একটা বছর। এই এক বছরে অনেক পপুলার সিরিজ (popular series) দেখা গেছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে। দেখেনিন এই বছরের বিখ্যাত ওয়েব সিরিজগুলোকে।
দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ (The family man season 2), আরিয়া সিজন ২ (Arya season 2), অ্যাসপিরেন্ট (Aspirants), ঢিনডোরা (Dhindora), সানফ্লাওয়ার (Sunflower), রে (Ray), দ্য লাস্ট আওয়ার (The Last Hour) , বোম্বাই বেগম (Bombay Begums) হল ২০২১ সালের খুব জনপ্রিয় ওয়েব সিরিজ গুলোর মধ্যে কয়েকটি। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২ (The family man season 2 ) ওয়েব সিরিজটি (web series) মনোজ বাজপাই (Manoj Bajpai) অভিনীত একটি সিরিজ(series) । গল্পটা ছিল একটি বিশ্ব মানের গুপ্তচরের গল্প অনুসারে যাকে একটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করতে হয়। সাথে আছে ওয়েব সিরিজ(web series) আরিয়া (Arya) । প্রথম ওয়েব সিরিজটি জনপ্রিয় হওয়ার পরই এই বছর লঞ্চ করেছিল ‘আরিয়া সিজন ২’ (Arya season 2)। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। যেখানে দেখানো হয়েছিল একজন বিবাহিত মহিলা যে তাঁর পরিবারে রক্ষার জন্য কিভাবে মাফিয়াতে যোগদান করেন।
‘অ্যাসপিরেন্ট’ (Aspirants) হল তিন বন্ধু নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজ। যারা ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ বছরই রিলিজ করেছে ফেমাস ইউটিউবার (youtuber) ভুবন বাম (Bhuvan bam) নির্মিত এবং অভিনীত ওয়েব সিরিজ ‘ঢিনঢোরা'(Dhindora)। যেখানে দেখানো হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারের জীবন কি করে একটি বিশাল কেনাকাটার পর পাল্টে যায়। অমিত কুমার (Amit Kumar) এবং অনুপমা মিনাজ (Anupama Minz) পরিচালিত ‘দ্য লাস্ট আওয়ার’ (The Last Hour) এমন একজন পুলিশ অফিসারের গল্প বলে যে একটি অতিপ্রাকৃত শক্তিকে খুঁজে বের করার জন্য শামানের সাথে হাত মেলায়।
আরও পড়ুনঃ আসুন দেখে নেওয়া যাক বছর শেষে কোন কোন সেলিব্রেটি মাতৃত্বের স্বাদ উপভোগ করলেন
মধ্যবিত্তের হাউসিং সোসাইটিতে একটি হত্যা রহস্য কে কেন্দ্র করে তৈরি হয়েছে সুনীল গ্রোভার ( Sunil Grover) অভিনেতা ওয়েব সিরিজ ‘সানফ্লাওয়ার’ । এরই সাথে আছে ‘বোম্বাই বেগম'(Bombay Begums) পাঁচজন উচ্চাভিলাষী মহিলাদের জীবনধারণ নিয়েই তৈরি হয়েছে এই সিরিজটি। এখানেই শেষ নয় আছে বাঙালির ভালোবাসার মানুষ সত্যজিৎ রায়ের একটি নৃসংকলন সিরিজ ‘রে ‘(Ray)। যা সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি কাজের জন্য একটি বার্তা হিসেবে কাজ করে। এইগুলোই ছিল এ বছরের অনলাইন প্লাটফর্মে (online platform) রিলিজ করা এই বছরের কয়েকটি পপুলার(popular) ওয়েব সিরিজ(web series) এর তালিকা। যেগুলি দর্শকদের ব্যাপক ভাবে মন জয় করেছে।