ছেলেরাও গুরুত্ব দিচ্ছে না, হতাশায় ভেঙ্গে পড়লেন বলিউডের একসময়কার ডান্সকুইন

রাখী পোদ্দার, কলকাতা : বলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ডের জনপ্রিয় তারকাদের যে একটা বিপুল সংখ্যক অনুরাগীরা আছে তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডের ( Bollywood) ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit)ও তার থেকে ব্যতিক্রম নয়। কোটি কোটি মানুষ এই অভিনেত্রীর ফ্যান। একাধিক পুরনো হিন্দি সিনেমাতে হিট পারফরম্যান্স দিয়ে বহু মানুষের মন জয় করেছেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্যের ফ্যান লাখ লাখ মানুষ।নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের জন্য শুধু দেশেই নয় সারা বিশ্বে পরিচিত তিনি। মাধুরী দীক্ষিত ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী।

 

অভিনয়ের পাশাপাশি, মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit) তাঁর চমকপ্রদ নাচের তাল দিয়েও মানুষকে পাগল করে তুলেছিলেন সেইসময়। অভিনেত্রীর হাসিতে লক্ষ লক্ষ মানুষ তাঁদের হৃদয় হারিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক বার আলোচনায় আসে মাধুরী দীক্ষিতের নাম। সোশ্যাল মিডিয়াতে মাধুরী দীক্ষিত খুবই সক্রিয়। প্রতিদিন তাঁর ভক্তদের সাথে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের সাথে সম্পর্কিত আপডেটগুলি ভাগ করে নিতে দেখা যায়। যার দরুন প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি এমনই একটি খবরে ফের লাইম লাইটে আসলেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে ( Reality Show) নিজের ছেলেকে নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন : জিতু ভাইয়ার আকাশছোঁয়া বাড়ি! পঞ্চায়েতের সচীবের সম্পতি শুনে চোখ কপালে উঠল নেটিজেনদের

picsart 22 05 22 16 33 33 390
Madhuri Dixit

মাধুরী দীক্ষিত আজকাল বড়ো পর্দা থেকে খানিকটা দূরে থাকলেও জমিয়ে কাজ করে যাচ্ছেন ছোটো পর্দায়। তাঁর নাচের দক্ষতার জন্য একাধিক ডান্স রিয়েলিটি শোতে ( Dance Reality Show) বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। এই রিয়েলিটি শোগুলিতে, মাধুরী দীক্ষিতকে ( Madhuri Dixit) তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক সময় অনেক কিছু সকলের সামনে প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তেমনি একটি রিয়েলিটি শোতে নিজের ছেলের সম্পর্কে কথা বলেন তিনি।

আরও পড়ুন : কষ্টের সঙ্গে সংসার! ছেলে দেশের জন্য পদক আনলেও বাবা সিনেমার অভাবে রোজগারহীন

img 20220522 163510
Madhuri Dixit

সম্প্রতি, মাধুরী দীক্ষিত যখন ‘ডান্স দিওয়ানে’ ( Dance Deewane) শোটি বিচার করছিলেন, তখন একজন প্রতিযোগী তাঁর অভিনয় তাঁর মাকে উৎসর্গ করার সময় বলেছিলেন, তাঁর মায়ের ফোন উপেক্ষা করা এবং তাঁকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি খুব দুঃখিত বোধ করছেন। এই কথা শোনা মাত্রই মাধুরী দীক্ষিত তখনই উত্তর দেন যে, মাঝে মাঝে তাঁর ছেলেরাও তাঁকে গুরুত্ব দেয় না, যা তাঁর খুব খারাপ লাগে এবং তিনি বারবার তাদের ফোন করেন কিন্তু তাঁরা তাঁর কথা শোনে না। এছাড়াও মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit) আরও বলেন, এই পৃথিবীতে প্রতিটি মা তাঁর সন্তানদের রক্ষাকর্তা এবং তিনি যখন ছোট ছিলেন তখন তিনিও একই কাজ করতেন কিন্তু এখন তিনি নিজেই দুই সন্তানের মা হয়েছেন। এবং তাই তিনি এখন বুঝতে পারেন যে এটি কতটা কষ্ট দেয়।




Leave a Reply

Back to top button