কাঁচা বাদাম গানে নাচতে নাচতে এ কি করলেন মাধুরী! রইলো ভিডিও

অনীশ দে, কলকাতা: সোশ্যাল মিডিয়াতে অনবরত কিছু না কিছু ঘটে চলেছে। এই সোশ্যাল মিডিয়ার জেরেই আমরা ভাইরাল শব্দটির সাথে পরিচিত হয়েছি। এই ভাইরাল হওয়ার তালিকায় নাম যুক্ত হয়েছে কখনও কোনো সেলেব আবার কখনো কখনো সাধারন মানুষ। কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ভুবন বাদ্যকর- এর গাওয়া কাছ বাদাম গানটি আগুনের মত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে(Madhuri Dixit dance)। প্রথমে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কয়েক দিনের মধ্যেই সেই ভাইরাল গানে পা মেলাতে দেখা যায় নানান বলিউড তারকাকে(Madhuri Dixit dance)।
আরও পড়ুন: ‘গাঁটছড়া’ থেকে গল্প চুরির অভিযোগ ফাঁসল ‘উড়ন তুবড়ি’, ক্ষোভে ফাটল দর্শক
এবার এই গানে নাচতে দেখা গেলো বলিউড ডিভা মাধুরী দীক্ষিত- কে। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন মাধুরী, তার সাথে এই ভিডিওটিতে পা মেলাতে দেখা যায় অভিনেতা রিতেশ দেশমুখ- কে(Madhuri Dixit dance)। ভিডিওতে দেখা যায় প্রথমে দুজন একসাথে নাচ শুরু করেন কিন্তু আশ্চর্য ভাবে গানের শেষে মাধুরীর ধাক্কায় পরে যায় রিতেশ(Madhuri Dixit dance)। ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে আপলোড করে মাধুরী লেখেন, ” খুবই মজা হলো, তাই না রিতেশ? আমার সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ”।
View this post on Instagram
এই ধন্যবাদের প্রত্যুত্তরে রিতেশ কমেন্ট করে জানান যে তিনি খুবই মজা করেছেন। এমনকি শুধু রিতেশ দেশমুখ নয়, অভিনেতা জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, এবং শাহিদ কাপুরের ভাই ঈশান খাট্টরের সাথেও নাচের রিল আপলোড করেছেন মাধুরী(Madhuri Dixit dance)। ৯০ এর দশকের এই অভিনেত্রী দীর্ঘদিন বলিউড বিমুখ হয়ে রইলেও পরে আবার অন্য স্বাদের সিনেমা নিয়ে ফিরে আসেন বড় পর্দায়।
আরও পড়ুন: কেমন যাবে আজকের দিনটা,গ্রহ-নক্ষত্ররা কি বলছে, দেখে নেওয়া যাক
দীর্ঘ বিরতির পর মাধুরী দীক্ষিত সম্প্রতি আবার ফিরে আসেন বলিউডে(Madhuri Dixit dance)। নেটফ্লিক্স- এর সদ্য মুক্তিপ্রাপ্ত ফেম গেম নামের ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় মাধুরীকে। মাধুরীর পাশাপাশি এই সিরিজটিতে অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুর(Sanjay Kapoor) এবং অনবদ্য অভিনেতা মানব কউল(Manav Kaul)- কে। মাধুরীকে শেষবার বড় পর্দায় দেখা যায় করন জোহর(Karan Johar) প্রযোজিত ও অভিষেক ভার্মান পরিচালিত কলঙ্ক ছবিতে। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করতে দেখা যায় ভরুন ধাওয়ান(Varun Dhawan), আদিত্য রয় কাপুর(Aditya Roy Kapoor), আলিয়া ভাট(Alia Bhatt), সঞ্জয় দত্ত(Sanjay Dutt) এবং সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha)- কে।