লাবণ্যময়ী মাধুরীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেসামাল বিনোদ খান্না! তারপর….

মন্টি শীল, কলকাতা : বলিউড তারকাদের নিয়ে আলোচনার অন্ত নেই। প্রায় সর্বদা এবং সর্বত্র সিনেমা প্রেমিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলি তারকারা। আর এই আলোচনার মূল বিষয় বস্তু হল, বলিউডের আসন্ন সিনেমা অথবা বলি তারকাদের ব্যক্তিগত জীবন। আর এই একদা রকমেরই এক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের ধাকধাক গার্ল মাধুরী দীক্ষিত (Madhuri dixit)। সাধারণত তথ্য অনুযায়ী এই বলিউড অভিনেত্রী একজন বহিরাগত শিল্পী অর্থাৎ বিনোদন জগতে তার কোনও পারিবারিক পরিচিতি নেই। তাই ক্যারিয়ারের শুরু থেকেই এই অভিনেত্রীকে প্রচুর সংগ্রাম করতে হয়।

শোনা যায়, মাত্র সতেরো বছর বয়সে অভিনেত্রী বিনোদনের জগতে প্রবেশ করেন। তার অভিনিত প্রথম সিনেমা হল অবোধ। যা বড় পর্দায় ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল। তবে এই সিনেমা জনসমক্ষে বিশেষ একটা ছাপ ফেলতে পারেনি। তবে তিনি কোন মতে হাল ছাড়েননি। এরপর অভিনেত্রীর কাছে বিনোদ খান্নার (Vinod Khanna) বিপরীতে দয়াবান (Dayaban) সিনেমার সুযোগ আসে। আর তিনি সেই সুযোগ দুহাতে গ্রহন করেন কারণ তিনি ভেবেছিলেন, এই সিনেমা তার ক্যারিয়ারে আমূল পরিবর্তন আনতে পারে। কিন্তু এই সিদ্ধান্ত যে সম্পূর্ণ রূপে ভূল ছিল তা অভিনেত্রী পরবর্তী সময়ে ঘনিষ্ঠ মহলে দাবি করেন।

2c32

কিন্তু কি এমন হয়েছিল যার জন্য অভিনেত্রী এইরূপ মন্তব্য করলেন। জানা গিয়েছে, এই সিনেমাতে অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তৎকালীন তরুণ বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। দৃশ্য চলাকালীন পরিচালকের কাট বলার পরেও সেই দিকে ধ্যান দেননি বলি তারকারা। অভিনেতা বিনোদ খান্না এতটাই দৃশ্যে মত্ত হয়েছিলেন যে নিজেকে সামলাতে না পেরে একটা সময় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ঠোঁট কামড়ে ধরেন। এতটাই গভীর চুম্বনে মত্ত ছিলেন তারা। এই ঘটনার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েন সিনেমার তরুণ অভিনেত্রীকে।

2c33

পরবর্তী সময়ে এই সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার পর দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তারকারাও অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন। কিন্তু অস্বস্তি কাটেনি অভিনেত্রীর। তার মূলত বক্তব্য ছিল, ‘তিনি বুঝতে পারেননি যে একটা ঘনিষ্ঠ দৃশ্য তাকে এতটা লজ্জিত করে তুলবে।’ যদিও এর পরবর্তী সময়ে বলিউডের আরও এক জনপ্রিয় সিনেমা ‘প্রেম প্রতিজ্ঞা’-তেও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে মাধুরীকে। কিন্তু বারংবার একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। দর্শক মহল থেকে প্রসংশা এলেও বলিউড অভিনেত্রী যে আজও ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নন তা কার্যত পরিষ্কার।




Leave a Reply

Back to top button