রোগা বলায় চরম ক্ষেপে গেলেন মাধুরী, ইন্ডাস্ট্রীই ছেড়ে দেবেন বলে হুমকি

অহেলিকা দও, কলকাতা : বলিউডের নবাগত অবস্থায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন ‘ধকধক গার্ল’ অর্থাৎ মাধুরী দীক্ষিতকে ( Madhuri Dixit )। তাকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলা হতো। মাধুরী বলেন, যথেষ্ট রোগা হওয়ার কারণে নানা সময় সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এমনকি যখন তিনি একজন নবাগত ছিলেন তখন তাকে ওজন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব কিছু নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী ( Madhuri Dixit )।
ইদানিং অনেক পরিবর্তন এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে। ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন মাধুরী। অভিনেত্রী ( Madhuri Dixit ) এক সাক্ষাৎকারে বলেন, “আমার সময়ে… তাঁদের মধ্যে হয়েছিল নবাগত হিসেবে আমি খুব রোগা। প্রায়শই শুনতে হত….. এই নায়িকা খুব রোগা, ওকে একটু মোটা হতে বলো। আমার মনে হয় এখন সেই বিষয়টা অনেকটা পালটে গিয়েছে।” ইন্ডাস্ট্রীতে এমন কটুক্তি শুনে কাজ ছেড়ে দেবেন বলেই ঠিক করেছিলেন মাধুরী।
একই সাক্ষাৎকারে, মাধুরীও ( Madhuri Dixit ) শেয়ার করেছেন, “পরীক্ষা চালিয়ে যান। আপনি সফল বা ব্যর্থ হন কিনা তা ভাববেন না। ব্যর্থতাগুলি শেখার জায়গা। তবে ব্যর্থতাগুলিও দেখায় যে কখনও কখনও আপনি আপনার সময়ের থেকে এগিয়ে থাকেন। কিন্তু এটা নিয়ে চিন্তা করবেন না। সবচেয়ে চ্যালেঞ্জিং ভূমিকার জন্য তোমার মন যেটা চাইবে সেটাই করো।”
ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাধুরীর ( Madhuri Dixit ) শুরুর দিনগুলিতে তাকে ‘রোগা’ বলা হত। এর আগেও ২০২০ সালে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘স্কিনি’ বলে ডাকার কথা স্মরণ করেছিলেন তিনি। মাধুরী নেটফ্লিক্সের ‘দ্য ফেম গেম’-এর মাধ্যমে ওটিটিতে ডেবিউ করেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ওই ছবি। তিনি এই সিরিজে বলিউডের প্রবীণ অভিনেত্রী অনামিকা আনন্দের চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন…ছেলেরাও গুরুত্ব দিচ্ছে না, হতাশায় ভেঙ্গে পড়লেন বলিউডের একসময়কার ডান্সকুইন
আরও পড়ুন…চার বছর পর প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাশ! টলিপাড়ায় শুরু জোর আলোচনা