Maha Shivratri 2022 : মহা শিবরাত্রি উৎযাপনে মেতে উঠল গোটা দেশ, পিছিয়ে নেই বলিউড সেলিব্রেটিরাও

রাখী পোদ্দার,কলকাতা : মঙ্গলবার সকাল থেকেই সারা দেশ জুড়ে চলছে মহা শিবরাত্রি ( Maha Shivratri 2022) উৎযাপন। পুরাণ অনুসারে হিন্দু ধর্মের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ উৎসব হল এই মহা শিবরাত্রি ( Maha Shivratri 2022)। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি। প্রতি মাসে মাসিক শিবরাত্রি পালন করা হলেও, ফাল্গুন মাসের মহা শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন সমস্ত রকম নিষ্ঠা মেনে মহাদেবের পুজো করা হয়। সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করেন সকলে। যখন সারা দেশ জুড়ে চলছে মহা শিবরাত্রি ( Maha Shivratri 2022) উৎযাপন তখন সেই উৎযাপন থেকে বিনোদন জগতই বা বাদ যায় কেন? এদিন মহা শিবরাত্রি উৎযাপনে মেতে উঠল গোটা বলিউড। আসুন দেখে নেওয়া যাক বলিউড সেলেবদের ( Bollywood Celebs) মহা শিবরাত্রি উৎযাপন।
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর! মার্চেই আসছে একঝাঁক হিন্দি ছবি। রইল তার তালিকা
এদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন স্যায়ফ আলি খান ( Saif Ali Khan) ও অমৃতা সিংহের ( Amrita Singh) কন্যা সারা আলি খান ( Sara Ali Khan)। কিছুদিন আগেই তিনি কেদারনাথ ঘুরতে গিয়েছিলেন। সেখানেই তোলা কিছু ছবিকে একত্রে কোলাজ করে এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন সারা আলি খান। বাদ পড়লেন না শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খানও ( Soha Ali Khan)। শঙ্খ বাজিয়ে, আরতি করে শিবপুজোয় অংশ নিলেন সোহা আলি খান সঙ্গে ছিলেন স্বামী কুণাল খেমু ও মেয়ে ইনায়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই পুজোরই ভিডিও শেয়ার করেছেন কুণাল খেমু (Kunal Khemu)। যেখানে দেখা যাচ্ছে, সোহা আলি খানের মেয়ে ইনায়া শিবপুজো ( Maha Shivratri 2022) করছেন। শুধু তাই নয়, গোটা পরিবারই একসঙ্গে ঠাকুর ঘরে বসে মেতে উঠেছে শিব আরাধনায়। শুধু পুজো নয়, পুজো শেষে পাত পেরে ভোগও খেয়েছেন সোহা আলি খান (Soha Ali Khan) ও কুণাল খেমু ( Kunal Khemu)।
Amitabh Bachchan : তবে কি সত্যিই অসুস্থ বিগ বি, চিন্তিত ভক্ত মহল
শুধু সোহা আলি খান নয় শিব আরাধনায় ( Maha Shivratri 2022) মেতে উঠেছে স্বয়ং “দেশি গার্ল”। বলিউডের “দেশি গার্ল” প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra) মাতৃত্বের স্বাদ পেয়েছেন সদ্য। শিবরাত্রির পুজো করলেন ঘটা করে করলেন তিনিও। সাথে ছিলেন স্বামী নিক জোনাস ( Nick Jonas)। সদ্য বিয়ে করা বলিউড কাঁপানো বঙ্গ ললনা মৌনী রায়ও (Mouni Roy) পিছিয়ে নেই এই লিস্টে। বিয়ের পর প্রথম শিবরাত্রি মৌনী রায়ের ( Mouni Roy)। একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। কখনও দেখা গিয়েছে তাঁকে উদ্যোগী মনোভাব নিয়ে শিবের সামনে দাঁড়িয়ে আছেন, আবার কোথাও দেখা যাচ্ছে শ্রদ্ধা ভরে শিবের মূর্তির সামনে প্রদীপ জ্বালাতে।