নিজের বয়স বেড়েছে তাতে কি? প্রেমের জন্য অল্প বয়সীদেরই বেশি ফিট মনে করেন মালাইকা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বলিউডের এই দুই জনপ্রিয় তারকা জনসমক্ষে ভীষণ ভাবে চর্চিত রয়েছেন। যদিও এই চর্চার বিষয় অন্যতম তাদের সিনেমা নয়, তাদের ব্যক্তিগত জীবন। আর এই বহুল আলোচিত বলিউড জুটির নাম হল অভিনেত্রী মালাইকা অরোরা ( Malaika Arora ) এবং অভিনেতা অর্জুন কাপুর ( Arjun Kapoor )। বলিউডের এই দুই তারকা যুগল বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনার শিরোনামে উঠে এসেছে। কিন্তু কোনও দিনই সেই সমস্ত আলোচনাতে বিশেষ কর্ণপাত করেননি এই দুই বলি তারকা।

শোনা গিয়েছে, অভিনেত্রী মালাইকা অরোরা ( Malaika Arora ) অভিনেতা অর্জুন কাপুর ( Arjun Kapoor )-এর থেকে ১২ বছরের ছোট। আর সমালোচকদের সমালোচনার বিষয় তাদের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক নয়, আলোচনার মূল বিষয় হল এই দুই বলি তারকা মধ্যে থাকা বয়সের ফারাক। তবে সম্প্রতি এই বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ( Malaika Arora )। তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রেমিক সকলের জীবনেই রয়েছে, তবে কোন এক বিশেষ নারীর জীবন একজন অল্পবয়সী প্রেমিকের থাকাকে অনেকেই অপবিত্র বলে মনে করেন ’

22c51

শুধু তাই নয়, অভিনেত্রী এই ধরনের মনোভাবকে এক প্রকারের নারীবিদ্বেষী বলে আক্ষ্যা দিয়েছেন। অভিনেত্রীর মতে, ‘যখন কোনও পুরুষ একজন কমবয়সী মহিলার সঙ্গে সম্পর্ক তৈরী করতে পারেন। তাহলে কেন একজন মহিলাই সেই কাজটি করতে পারেন না।’ অভিনেত্রীর এই রূপ মন্তব্য পোষণ করার পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এমনকি বৃহদাকারের আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়াতেও।

22c52

তথ্য অনুযায়ী, বলিউড অভিনেতা আরবাজ খান এর সঙ্গে ১৯৯৮ সালে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর দীর্ঘ ১৮ বছরের সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করার পর ২০০৬ সালে বিবাহ বিচ্ছেদের পথে অগ্রসর হন এই দুই তারকা। এরপর বলিউড অভিনেতা অর্জুন কাপুর ( Arjun Kapoor ) এর সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক লিপ্ত হন অভিনেত্রী মালাইকা। শুরু করেছেন এক নতুন জীবন তাঁর সঙ্গে সঙ্গে বিনোদনের জগতে শুরু হয় এক নতুন বিতর্কের।




Leave a Reply

Back to top button