স্বামীর মৃতুর ১ বছরও কাটেনি! পুরুষ বন্ধুর সাথে বিকিনি পরে ঘনিষ্ঠ মন্দিরা, রেগে লাল নেটিজেনরা

ভারতের চলচ্চিত্র জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মন্দিরা বেদী ( mandira bedi ) । সাথেই তিনি একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনারও বটে। বলিউডে বহু ছবিতে অভিনয় করেছেন এই মন্দিরা বেদী।কখনও ভালো চরিত্রে আবার কখনও খলনায়িকার চরিত্রে অভিনয় করে তিনি সর্বদা নিজের ভক্তদের মন জিতেছেন।তবে তার জীবন যে অনেক বেশি সুন্দর এবং পরিপূর্ণ এটা ভেবে থাকলে ভুল হবে। কেননা তিনি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করলেও জীবনে বিভিন্ন সময় তাকে হতে হয়েছে কটাক্ষের শিকার। আর এবারও তার ব্যতিক্রম হয়নি।আবারও নিজের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে কটাক্ষের মুখে পড়লেন মন্দিরা বেদী।

গত বছরেই জুন মাসে নিজের স্বামী রাজ কৌশলকে হারান মন্দিরা বেদী। জানা যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন রাজ কৌশল। তার প্রয়াণের প্রায় এক বছর হতে চলল আর এরই মধ্যে মন্দিরা সবসময়ই চেষ্টা চালাচ্ছেন তাঁর সন্তানদের নিয়ে আনন্দে থাকার। তবে আনন্দের মদ থাকার চেষ্টা চালালেও জীবনে শান্তি নেই তার।বিভিন্ন সময় বহু কুমন্তব্য ধেয়ে এসেছে তার দিকে।কখনও দত্তক কন্যা তারাকে নিয়ে আবার কখনও তার স্বামীর মৃত্যুর পরেও তার নিজের ভাল থাকার চেষ্টা করা নিয়ে।

img 20220504 182129

প্রসঙ্গত আবারও কটাক্ষের শিকার হলেন মন্দিরা বেদী। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছিলেন।আর এর থেকেই শুরু হয় জল্পনা সাথেই কটাক্ষ।আসলে থাইল্যান্ডে নিজের ছোটবেলার বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন মন্দিরা বেদী ( Mandira Bedi get trolled for posting pool picture with male friend ) । সেখানে সেই বন্ধুর সঙ্গেই সুইমিং পুলে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি দিয়েছিলেন তিনি।দুটি ছবির মধ্যে একটিতে দেখা গেছে, সুইমিং পুলে দাঁড়িয়ে বন্ধুর নাকের ভিতরে আঙুল দিয়ে রয়েছেন মন্দিরা। অন্য ছবিতে দেখা গেছে হাসিমুখে সেই বন্ধুর সঙ্গে জলে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই দুটি ছবি পোস্ট করে মন্দিরা তার সেই বন্ধু আদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বলেন যে এই ছবি থেকেই বোঝা যায় যে আদি তার কাছে কী এবং তার কত পুরনো বন্ধু।এছাড়াও একে অপরকে কতটা ভরসা করেন তারা সেটাও জানান মন্দিরা। পরে মন্দিরা তাকে সবসময় খুশি থাকতে বলেন এবং জীবনে সফল হতে বলেন। এই পোস্ট থেকে জানা গেছে যে মাত্র ১৭ বছর বয়স থেকে একে অপরকে চেনেন তাঁরা।

আরও পড়ুন: এ যেন ঠিক এক রূপকথার কাহিনী ! একদা ঝাড়ুদার থেকে হয়ে উঠলেন বাদশাহ দলের নতুন নায়ক

আর এই পোস্টের পর থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে।স্বামীর মৃত্যুর এক বছর না পেরোতেই পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে ছেলে বন্ধুর সাথে এরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি মেনে নিতে পারছেন না অনেকেই। এছাড়াও মন্দিরার পোশাক এবং শরীরের আকার নিয়েও কটাক্ষ করা হয়েছে তাঁকে। এখন অবশ্য মন্তব্যগুলি আর দেখতে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: সালমানকে প্রকাশ্যে চুমু শেহনাজের ! সিদ্ধার্থ প্রেমিকার এই ঘটনায় তোলপার নেটপাড়া




Leave a Reply

Back to top button