একাধিক সম্পর্ক সানি দেওলের, তবে কোনও সম্পর্কেরই সততা স্বীকার করেননি কেন জানেন?

ডিম্পলের দুই মেয়ে সানিকে ‘ছোটে পাপা’ বলে ডাকত সানিকে‌। সানির সঙ্গে অমৃতারও সম্পর্কের কথা জানা যায়। অন্যদিকে ‘জিদ্দি’ ছবির পর সম্পর্ক ভেঙে যায় রবীনার সঙ্গে।

শুভঙ্কর, মুম্বাই: বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেতা সানি দেওল। বেশ কয়েকটি হিট সিনেমাতে কাজ করেছেন তিনি। দীর্ঘদিন পরে তাঁর ছবি গদর ২ রমরমে চলছে। তিনি বেশি কাজ করেছেন আশি থেকে নব্বই দশকের বলিউডে। সিনেমাতে তিনি অনেক অভিনেত্রীর সাথে রোমান্সের অভিনয় যেমন করেছেন‌ ঠিক তেমনই বাস্তব জীবনেও তিনি বেশ কিছু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

সানি দেওলের প্রথম ছবি ‘বেতাব’। যা মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে। এই ছবিটি পরিচালনা করেছিলেন রাহুল রাওয়াইল। এই ছবিতে অভিনেত্রী ছিলেন সইফ আলি খানের প্রাক্তন পত্নী অমৃতা সিংহ। এই ছবির শুটিংয়ের সময় থেকেই তিনি অমৃতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও সেই সময় বিবাহিত ছিলেন সানি দেওল। তিনি ইন্ডাস্ট্রিতে আসার আগেই লন্ডন নিবাসী পূজা দেওলকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ের কথা সকলের থেকে গোপন রেখেছিলেন দেওল পরিবার। জানা যায় তাঁরা বিয়ের কথা চেপেছিলেন কারণ, বিয়ের কথা জানাজানি হলে অভিনেত্রীর ক্যারিয়ারে ক্ষতি হতে পারত। কিন্তু হঠাৎই সানির বিয়ের কথা প্রকাশ্যে আসে অমৃতার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর। আর বিয়ের কথা প্রকাশে আসতেই সানির সঙ্গে অমৃতার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই সম্পর্ক ভাঙলেও সানি জীবনে নতুন করে আবারও প্রেম এসেছিল।

Sunny deol,Amrita Singh,Raveena Tandon,dimple Kapadia,Bollywood

ডিম্পল কপাডিয়া সঙ্গে সানির আলাপ হয় ১৯৮২ সালে। সেখান থেকে তাঁদের আলাপ তারপরে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। ডিম্পল সেই সময় স্বামীর থেকে আলাদা থাকতেন তাঁর দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কিকে নিয়ে। আর ঠিক সেই সময়ই তাঁকে ভরসা দিতে ডিম্পলের পাশে এসে দাঁড়িয়েছিল সানি। শোনা গিয়েছিল ডিম্পলের দুই মেয়ে সানিকে ‘ছোটে পাপা’ বলে ডাকত। এমনকি এও রোটে ছিল তাঁরা নাকি গোপনে বিয়েও করেছেন। পারিবারিক কোনও অনুষ্ঠান বা বলিপাড়ার কোনও পার্টিতেও ডিম্পলকে নিজের স্ত্রী হিসেবেও সকলের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছিল সানি। তাঁরা সিনেমাতেও একসঙ্গে কাজ করেছিলেন। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল ‘মঞ্জিল মঞ্জিল’। সেই ছবিতে নায়ক-নায়িকা ছিল এই জুটি। শুধু এই ছবিতেই নয়, তাঁরা আরও বেশ কয়েকটি সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিগুলি হল ‘আগ কা গোলা’, ‘গুনাহ’, ‘নরসিংহ’। ডিম্পলের সাথে সম্পর্কের কথা জানাজানি হতে পূজা বাড়ি ছেড়ে চলে যেতে চায়। কিন্তু সানি তাঁর নিজের পরিবার ভাঙতে চাননি তাই ডিম্পলের থেকে সরে আসেন।

এখানেই থামেননি ধর্মেন্দ্রর বড় পুত্র। জিদ্দি ছবিতে অভিনয় করতে গিয়ে রবীনা ট্যান্ডন এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। বলি পাঠাতে কান পাতলেই এরকম শোনা যায়। অন্যদিকে এই সময় অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় রবীনার। এই দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হন। জিদ্দি’ ছবি মুক্তি পাওয়ার পরই তাদের সম্পর্কও ভেঙে যায়।




Leave a Reply

Back to top button