রিমেক নিয়েই বলিউডে পদার্পণ মিমির
টলিউড থেকে এবার সোজা বলিউড। পুরনো চরিত্রেই দেখা মিলবে অন্য প্লাটফর্মে তার। তবে কিরম পারফরম্যান্স দিতে পারলেন শেষমেশ সেটাই দেখার বিষয়।

অভিনয় করছেন বহু সিনেমায়। এরপর যুক্ত হয়েছেন রাজনীতির সাথে । বর্তমানে যাদবপুরের সংসদ হিসাবে তাকে একনামেই সকলেই চেনে। তবে এবার তার নতুন পথ চলা শুরু। টলিউড জগতে বিখ্যাত হওয়ার পাশাপশি এবার নতুন ছবির জন্য তাকে অভিনয় করতে দেখে যাবে বলিউডেও।
তবে বলিউডে নিজের ভাগ্যকে নির্ধারণ করার আগেই এই পুজোতে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’। তাহলেই বোঝাই যাচ্ছে ঠিক কার কথা বলা হচ্ছে । হ্যা তিনি আর কেউ নন নন অভিনেত্রী ও সংসদ মিমি চক্রবর্তী।
টলিউডে এতদিন কাজ করার করার পর এবার আস্তে চলছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। যেখানে মিমিকে দেখা যাবে ডেবিউ করতে। ছবিটির পরিচালনায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। যেটি মুক্তি পেতে চলেছে আগামী ২ রা নভেম্বর।
শিবপ্রসাদ ও নন্দিতার ছবি এর আগেও ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী। আর এই ছবিটিকেই হিন্দিতে রিমেক করা হয়েছে। পোস্ত ছবিটিতে মিমি যে পোস্তোর মা হিসাবে সেখানে অভিনয় করেছিলেন একইভাবে শাস্ত্রী বিরোধ শাস্ত্রীতেও তার দেখা মিলবে সেই একই চরিত্রে।
তাই সেই ছবি ট্রেলার মিমি নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট করেছেন ও সাথে লিখেছেন,”অবশেষে! ঠাকুমা-ঠাকুরদা তাকে বড় করেছে আর বাবা-মা জন্ম দিয়েছেন। শিশুটির আইনি দায়িত্ব কার পাওয়া উচিত। আদালতে একটি আবেগঘন যুদ্ধ ‘শাস্ত্রী বনাম শাস্ত্রী’। এছাড়াও ছবিটির বিশেষ আকর্ষণ হল ছবিতে দেখা যাবে পরেশ রাওয়ালকে। যেই পরেশ রাওয়াল অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে।
ছবি ট্রেলার দেখে সকলেই খুব উৎসাহিত। তবে দেখার বিষয় এটাই রইল যে, নন্দিতা ও শিবপ্রসাদ আগেরবারের মতো এবারেও সেই সফলতা অর্জন করতে পারেন কিনা।