ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে মির্জাপুর ৩! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল গুড্ডু ভাইয়া ওরফে আলি ফজলের পোস্ট

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতে সিনেমা এক অন্য মাত্রায় পৌছে গিয়েছে। অন্য মাত্রায় পৌছে গিয়েছে সিনেমার কাহিনী এবং শ্যুটিংয়ের গঠন। এমনকি পাল্টে গিয়েছে সিনেমা দেখার মাধ্যমও। ইদানিং কালে দেখা যাচ্ছে বড় পর্দা বা মাল্টি প্লেক্স এর থেকে মানুষ ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখতে বেশি আগ্রহী। আরও বিস্তারিত ভাবে বলতে গেলে মানুষ তার হাজারো কর্মব্যস্ততার মধ্যে এক মুঠো বিনোদনের জন্য আশ্রয় নিজের মুঠো ফোন বা অন্যান্য গ্যাজেটের।

আর যার দরুন নেট মাধ্যমে বিভিন্ন রকমের ওটিটি প্ল্যাটফর্ম বিনোদনের জন্য মজুদ রয়েছে। আর এই বিনোদনের জনপ্রিয় মাধ্যমে এইবার মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ওয়েবসিরিজ মির্জাপুর ৩ ‘Mirzapur 3’। জানা গিয়েছে, নেট মাধ্যমের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও-তে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তবে এই সিনেমার অনুরাগীদের বক্তব্য, এই মির্জাপুর ৩ মুক্তি পাওয়ার আগে সিনেমার আরও দুটিভাগ অর্থাৎ ‘মির্জাপুর’ এবং ‘মির্জাপুর ২’ এসেছিল।

img 20220514 172325 463

আরও পড়ুন ….সত্যজিতের নন্দনে নেই সত্যজিৎ কথা, এবার ফেঁটে পরলেন খোদ সন্দীপ রায়
আরও পড়ুন ….তবে নেশাই কি কাল? দুবাইয়ে থাকলেও স্ত্রী-সন্তানকে এক মুহূর্তও কাছে পান না খলনায়ক

এদের মধ্যে মির্জাপুর ২ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল গত ২০১৮ সালে। অর্থাৎ দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে এই বহুল চর্চিত ওয়েব সিরিজ। সাধারণত এই সিনেমাটি দর্শকদের কাছে প্রিয় তার অসাধারণ গল্পের সঙ্গে সঙ্গে অ্যাকশন সিকোয়েন্স এবং ড্রামা। তবে এই সিনেমা জনসমক্ষে আসার খবর প্রকাশিত করেননি তার পরিচালক বা প্রযোজক। প্রকাশ করেছেন এই সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্র গুড্ডু ভাইয়া ওরফে জনপ্রিয় অভিনেতা আলি ফজল।

img 20220514 172321 890

আরও পড়ুন ….একমুখ দাড়ি-গোঁফ নিয়েই শাড়িতে সাজেন ‘বং মুন্ডা, রইল ভাইরাল ছবি

সম্প্রতি এই অভিনেতা তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর প্রকাশিত করেন। সেখানে তার এই বিশেষ চরিত্রের ছবি শেয়ার করে বলেছেন, সব কিছু তৈরী এইবার মূল কাজের প্রস্তুতি শুরু। যদিও অভিনেতার এই ইঙ্গিত পূর্ণ মন্তব্য করার পর অনুরাগী মহলে বুঝতে দেরি হয়নি যে, খুব শীঘ্রই আসতে চলেছে সিনেমার জনপ্রিয় চরিত্র গুড্ডু ভাইয়া, এবং খুব শীঘ্রই আসতে চলেছে মির্জাপুর এর তৃতীয় ভাগ। জানা গিয়েছে, মির্জাপুরের অপর দুই ভাগের মতো এতেও দেখা যেতে পারে পঙ্কজ ত্রিপাঠী, রসিকা দুগ্গল এর মতো একাধিক তারকাদের। আর এর সঙ্গে সঙ্গে জানা গিয়েছে এই ওয়েব সিরিজের প্রযোজনা করেছেন ফারহান আখতার, রীতেশ সিদওয়ানি, আব্বাস রাজা দের। তবে এখন সিনেমা প্রেমিদের মহলে একটাই প্রশ্ন কবে মুক্তি পেতে চলেছে মির্জাপুর ৩।




Leave a Reply

Back to top button